India vs West Indies: নিয়মরক্ষায় তৃতীয় ওয়ান ডে, আজ কখন, কোথায় দেখবেন ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ?
India vs West Indies: আক্ষরিক অর্থে এই ম্যাচ নিময়রক্ষার। কিন্তু অধিনায়ক হিসেবে এই ম্যাচও জিতে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করতে চাইবেন রোহিত। এরপর ইডেনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে।
আমদাবাদ: প্রথম ২ ম্যাচে পরপর জয়। সিরিজও দখলে। আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচ খেলতে নামছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। আক্ষরিক অর্থে এই ম্যাচ নিময়রক্ষার। কিন্তু তবুও অধিনায়ক হিসেবে এই ম্যাচও জিতে সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করতে চাইবেন হিটম্য়ান। প্রথম ম্যাচে ৬ উইকেটে জেতার পর দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও ভারত ওয়েস্ট ইন্ডিজকে ৪৪ রানে হারিয়ে দিয়েছে। এরপর টি-টোয়েন্টি সিরিজ খেলতে কলকাতা উড়ে আসবে ২ দল। এখানেও তিন ম্যাচের সিরিজ খেলবে তারা। তৃতীয় ওয়ান ডে ম্যাচও খেলা হবে আমদাবাদে।
আজ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে সিরিজের তৃতীয় ম্যাচটি কোথায় খেলা হবে?
আজ ১১ ফেব্রুয়ারি, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ওয়ান ডে ম্যাচটি হবে আমদাবাদে
কখন থেকে শুরু খেলা?
ভারতীয় সময় অনুযায়ী দুপুর ১.৩০ থেকে শুরু হওয়ার কথা তৃতীয় ওয়ান ডে। খেলা শুরুর ৩০ মিনিট আগে টস হবে।
কোন চ্যানেলে সম্প্রচারিত হবে আজকের ম্যাচ?
টিভিতে ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস ওয়ান এইচডি, স্টার স্পোর্টস ওয়ান হিন্দি, স্টার স্পোর্টস ওয়ান হিন্দি এইচডি, স্টার স্পোর্টস ওয়ান বাংলা চ্যানেলে।
অনলাইনে কোথায় দেখা যাবে?
অনলাইনে ম্যাচ দেখা যাবে হটস্টার অ্যাপ, ওয়েবসাইটে। ম্যাচের যাবতীয় খুঁটিনাটি জানার জন্য চোখ রাখুন এবিপি লাইভে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে প্রথমে ব্য়াট করে ভারতীয় দল নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৭ রান বোর্ডে তুলেছিল। জবাবে রান তাড়া করতে নেমে ৪৬ ওভারে ১৯৩ রানেই শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ৪৪ রানে জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই নিয়ে ১১টি দ্বিপাক্ষিক সিরিজে জয় পেল ভারত।
আরও পড়ুন: হার্দিকের নেতৃত্ব আইপিএলে খেলতে ইচ্ছুক বড় ভাই ক্রুণাল