এক্সপ্লোর
Advertisement
ইডেন টেস্ট জিতবে ভারত, আশাবাদী সৌরভ
কলকাতা: ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ম্যাচের প্রথম দিন মাত্র ১৭ রানে ৩ উইকেট হারালেও, ঘুরে দাঁড়িয়ে এই টেস্টে ভারতই জিতবে বলে আশা করছেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। একটি বই প্রকাশ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেছেন। সৌরভ আরও বলেছেন, ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি যেভাবে প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির পাশে দাঁড়িয়েছেন সেটা প্রশংসনীয়।
ইডেন টেস্টের প্রথম দিন বৃষ্টির জন্য মাত্র ১১.৫ ওভার খেলা সম্ভব হয়েছে। সবুজ পিচে শ্রীলঙ্কার পেসারদের সামনে ভারতের ব্যাটসম্যানরা কোনওরকম প্রতিরোধই গড়ে তুলতে পারেননি। ইডেনের পিচে ঘাস রাখা নিয়ে প্রশ্নের জবাবে সৌরভ বলেছেন, ‘কোনও দল গ্রিন-টপে খেলবে কি না, সেটা আমি ঠিক করি না। গত দু’দিন ধরে চলা বৃষ্টি আমি নিয়ন্ত্রণ করতে পারিনি। ইডেনে বৃষ্টির জল আটকানোর জন্য কভার ও পিচে ঘাস থাকায় এটা (ব্যাটিং বিপর্যয়) হওয়ারই ছিল। আপনারা খেলা দেখেছেন। মেঘলা আবহাওয়া ও অন্ধকারাচ্ছন্ন আকাশ থাকলে কী হয় আপনারা জানেন।’
বৃহস্পতিবার ইডেনে কোনও রান না দিয়েই তিন উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার পেসার সুরঙ্গা লাকমল। তাঁর শিকার লোকেশ রাহুল, শিখর ধবন ও বিরাট। শুরুতেই এই তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপে ভারতীয় দল। তবে তা সত্ত্বেও ভারতের জয়ের বিষয়ে আশাবাদী সৌরভ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
খবর
Advertisement