এক্সপ্লোর
Advertisement
Ganguly Hails MCG Win: ভাল মানুষেরাই প্রথম হয়, মেলবোর্নে ভারতের জয়ের পর অভিনন্দনবার্তা সৌরভের
মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ভারতীয় দলের জয় দেখে উচ্ছ্বসিত সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় দলকে অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট।
কলকাতা: মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ভারতীয় দলের জয় দেখে উচ্ছ্বসিত সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় দলকে অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট।
অস্ট্রেলিয়াকে দ্বিতীয় টেস্টে হারানোর জন্য ভারতীয় দলকে অভিনন্দন জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ট্যুইটারে ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ও প্রাক্তন অধিনায়ক সৌরভ। তিনি লিখেছেন, ‘‘এমসিজিতে (মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড) এটা একটা স্পেশ্যাল জয়। ভারত এই মাঠে খেলতে পছন্দ করে।’’
ভারতীয় দলের অধিনায়ক অজিঙ্ক রাহানের প্রশংসা করে সৌরভ ট্যুইট লেখেন, ‘‘ওয়েল ডান অজিঙ্ক রাহানে। ভাল মানুষেরাই প্রথম হয়। সবাইকে অভিনন্দন।’’ আলাদা করে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজার নামও উল্লেখ করেছেন তিনি। বাকি সিরিজের জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে শেষে সৌরভ লিখেছেন, ‘‘পরের দুটো ম্যাচের জন্য আমার শুভেচ্ছা।’’
অ্যাডিলেডে প্রথম টেস্টে মাত্র ৩৬ রানে ভারতের ইনিংস শেষ হয়ে গিয়েছিল। ৮ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়েছিল দল। এরপর বিরাট কোহালি পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে আসেন। বাকি সিরিজে নেতৃত্ব দিচ্ছেন রাহানে। তাঁর অধিনায়কত্বে মেলবোর্নে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। অ্যাডিলেডে লজ্জাজনক হার থেকে ঘুরে দাড়িয়ে কোহলি, রোহিত শর্মাদের ছাড়ায় মেলবোর্নে রাহানেদের জয় নি:সন্দেহে দারুণ অ্যাচিভমেন্ট৷ ভারতীয় ব্যাটিংকে সামনে থেকে নেতৃত্ব দেন রাহানে৷ প্রথম ইনিংসে ১১২ রানের দুরন্ত সেঞ্চুরি করে ভারতকে ১৩১ রানে লিড এনে দেন ক্যাপ্টেন৷ যাতে ভর করে দ্বিতীয় ইনিংসে মাত্র ৭০ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত৷
এমসিজি-তে দুরন্ত জয়ে অভিনন্দন জানানোর পাশাপাশি পরের দু’টি টেস্টের জন্য শুভেচ্ছাও জানান বোর্ড প্রেসিডেন্ট৷ অ্যাডিলেডে প্রথম টেস্টে কোহিলর নেতৃত্বে ৮ উইকেটে হারে ভারত৷ শুধু তাই নয়, দ্বিতীয় ইনিংসে অজি পেস আক্রমণের সামনে অসহায় আত্মসমর্পণ করে মাত্র ৩৬ রানে অল-আউট হয়ে যায় টিম ইন্ডিয়ার৷ যা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন টেস্ট স্কোর৷
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
Advertisement