ECB New Cricket Format: ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে হইচই, ম্যাচ দেখা যাবে ভারতেও
আট দলের এই টুর্নামেন্টে প্রত্যেক দল ১৫ জন করে ক্রিকেটার নিতে পারবে। সর্বোচ্চ ৩জন বিদেশি ক্রিকেটারকে সই করানো যেতে পারে।
নয়াদিল্লি: প্রথম যখন টি-টোয়েন্টি ক্রিকেটের উদ্ভব হয়, শোরগোল পড়ে গিয়েছিল ক্রিকেট বিশ্বে। বিশুদ্ধবাদীরা অনেকে রে রে করে উঠেছিলেন। ভারতে টি-টোয়েন্টি ক্রিকেট কতটা সফল হবে, তা নিয়ে সংশয় ছিল। যদিও প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ভারতের চ্যাম্পিয়ন হওয়া আর পরবর্তীকালে আইপিএলের প্রবল জনপ্রিয়তার হাত ধরে ভারতেও জাঁকিয়ে বসেছিল টি-টোয়েন্টি ক্রিকেট। সেই জনপ্রিয়তা এখনও অটুট।
তারপর টি-টেন ক্রিকেট শুরু হয়ে গিয়েছে। যেখানে দুই দল ১০ ওভার করে ম্য়াচ খেলে। যদিও ভারতে এখনও টি-টেন ক্রিকেটকে মান্যতা দেওয়া হয়নি। এরই মধ্যে বিশ্বক্রিকেটে আবির্ভুত হতে চলেছে 'দ্য হান্ড্রেড'। একশো বলের ক্রিকেট টুর্নামেন্ট। যে টুর্নামেন্টকে ঘিরে ফের বিশ্ব ক্রিকেটে প্রবল চর্চা শুরু হয়ে গিয়েছে।
কী এই একশো বলের ক্রিকেট? ক্রিকেটের আরও একটি সংক্ষিপ্ত সংস্করণ। যেখানে দুই যুযুধান দল প্রত্যেকে একশোটি করে বল খেলবে। ওভারের হিসাবে ১৬.৪ ওভার করে পাবে প্রত্যেক দল। আর এই ফর্ম্যাটে প্রথম বড় টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড বা ইসিবি। এই টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে 'দ্য হান্ড্রেড'।
এই টুর্নামেন্ট দেখা যাবে ভারতেও। ফ্যানকোড আগামী চার বছরের জন্য ভারতে এই টুর্নামেন্ট দেখানোর সত্ত্ব কিনে নিয়েছে। ২১ জুলাই থেকে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। মোট ৬৮টি ম্যাচ খেলা হবে। পাঁচ সপ্তাহ ধরে চলবে টুর্নামেন্ট।
দ্য হান্ড্রেড টুর্নামেন্টে বেশ কিছু নতুন নিয়মকানুন চালু হতে চলেছে। এখানে একজন বোলার সর্বোচ্চ ২০টি বল করতে পারবেন। কেউ বল করতে এলে তাঁকে ৫টি বল করতেই হবে। একটানা সর্বোচ্চ ১০টি বল করতে পারেন বোলার। তারপর বোলিং পরিবর্তন করতে হবে ফিল্ডিং দলকে। পাওয়ার প্লে হবে ২৫টি করে বলের। সেই সময়ে ৩০ গজের বৃত্তের বাইরে দুজন করে ফিল্ডার থাকতে পারবেন।
আট দলের এই টুর্নামেন্টে প্রত্যেক দল ১৫ জন করে ক্রিকেটার নিতে পারবে। সর্বোচ্চ ৩জন বিদেশি ক্রিকেটারকে সই করানো যেতে পারে।