Cheteshwar Pujara: জাতীয় দল ও আইপিএলে নেই, পূজারা চললেন কাউন্টি খেলতে
Pujara News: আইপিএলে দল পাননি। জাতীয় দল থেকেও বাদ পড়েছেন। তবে চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) নিজেকে প্রমাণ করার জন্য বড়সড় সুযোগ পাচ্ছেন।
![Cheteshwar Pujara: জাতীয় দল ও আইপিএলে নেই, পূজারা চললেন কাউন্টি খেলতে Indian Cricket News: Sussex sign Cheteshwar Pujara for English summer Cheteshwar Pujara: জাতীয় দল ও আইপিএলে নেই, পূজারা চললেন কাউন্টি খেলতে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/11/c1d85f41c3cbfb26dd8fda4e8acf96d6_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রাজকোট: আইপিএলে দল পাননি। জাতীয় দল থেকেও বাদ পড়েছেন। তবে চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) নিজেকে প্রমাণ করার জন্য বড়সড় সুযোগ পাচ্ছেন। আগামী গ্রীষ্মে কাউন্টি ক্রিকেটে খেলবেন তিনি। কাউন্টি চ্যাম্পিয়নশিপের দল সাসেক্সের হয়ে খেলতে দেখা যাবে সৌরাষ্ট্রের ডানহাতি এই ব্যাটারকে।
সাসেক্সে অস্ট্রেলিয়ান ব্যাটার ট্র্যাভিস হেডের পরিবর্তে যোগ দেবেন পূজারা। বৃহস্পতিবারই এমনটা জানিয়ে দিয়েছে কাউন্টির বিখ্যাত দল। সাসেক্সের হয়ে প্ৰথম শ্রেণির ক্রিকেট তো বটেই, লিস্ট-এ ম্যাচেও অংশ নেবেন তিনি। এর আগে কাউন্টিতে নটিংহ্যামশায়ার এবং ইয়র্কশায়ারের হয়ে খেলতে দেখা গিয়েছিল পূজারাকে।
সাসেক্স নিজেদের বিবৃতিতে জানিয়েছে, টানা আন্তর্জাতিক ম্যাচ খেলার সূচি ও সন্তান জন্মের জন্য ট্র্যাভিস হেড ক্লাবের কাছে রিলিজ চেয়েছেন। সেই প্রস্তাবে রাজি হয়ে ক্লাব পূজারাকে তাঁর জায়গায় সই করাতে চলেছে। যিনি ২০২২-এর অধিকাংশ সময় খেলবেন। বলা হয়েছে, “প্ৰথম চ্যাম্পিয়নশিপ ম্যাচের আগে পূজারা নির্দিষ্ট সময়েই হাজির হবেন। এবং ঘরোয়া একদিনের চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট পর্যন্ত খেলবেন।”
এপ্রিলের ৭ তারিখ থেকে কাউন্টি মরসুম শুরু হচ্ছে। সাসেক্স প্ৰথম ম্যাচ খেলবে ১৪ এপ্রিল, ডার্বিশায়ারের বিরুদ্ধে। সেপ্টেম্বর পর্যন্ত মরসুম চলবে।
৯৩ টেস্টে ১৮ শতরান সহ ৬৭১৩ রান করা পূজারা জাতীয় দল থেকে বাদ পড়েছেন। আইপিএলেও তিনি নেই। নিলামের টেবিলে অবিক্রিত থেকে গিয়েছিলেন। কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁকে নিয়ে আগ্রহ প্রকাশ করেনি। রঞ্জির নক আউটে পূজারার রাজ্য দল সৌরাষ্ট্র কোয়ালিফাই করেনি। অর্থাৎ, গোটা গ্রীষ্ম জুড়েই পূজারা ফ্রি থাকছেন।
কাউন্টি দলে যোগ দিয়ে পূজারা উচ্ছ্বসিত। তিনি বলেছেন, “ঐতিহাসিক সাসেক্স ক্লাবে যোগ দিতে পেরে আমি গর্বিত এবং সম্মানিত। ক্লাবে যোগ দিয়ে এই ঐতিহ্যের অংশ হওয়ার জন্য মুখিয়ে রয়েছি। কাউন্টি ক্রিকেট বরাবর উপভোগ করি। আশা করি ক্লাবের সাফল্যে অবদান রাখতে পারব। নিজের সেরাটা দেওযার জন্য আমি মুখিয়ে রয়েছি।”
০ রানে ৭ উইকেট! টি-টোয়েন্টিতে হইচই ফেলে দেওয়া স্পিনারের স্বপ্ন বাংলার জার্সি
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)