Sarfaraz Khan Marriage: বিয়ে করলেন সরফরাজ়, লেডি লাক কি জাতীয় দলের দরজা খুলবে?
Indian Cricket Team: বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মুম্বইয়ের ক্রিকেটার। জম্মু ও কাশ্মীরের সোপিয়ান প্রদেশে আয়োজিত হয়েছিল বিয়ের অনুষ্ঠান।

মুম্বই: নতুন ইনিংস শুরু করলেন সরফরাজ় খান (Sarfaraz Khan)। বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মুম্বইয়ের ক্রিকেটার (Mumbai Cricketer)। জম্মু ও কাশ্মীরের সোপিয়ান প্রদেশে আয়োজিত হয়েছিল বিয়ের অনুষ্ঠান।
সম্প্রতি বারবার সংবাদের শিরোনামে উঠে এসেছেন সরফরাজ়। যদিও বেশিরভাগ সময়ই তাঁকে নিয়ে চর্চা হয়েছে কারণ, জাতীয় দলে বারবার উপেক্ষিত হয়েছেন। ঘরোয়া ক্রিকেটে গত কয়েক মরশুম ধরে পারফর্ম করে চলেছেন মুম্বইয়ের ক্রিকেটার। রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) ঝুরি ঝুরি রান। তাও নির্বাচকদের মন ভেজেনি। বলা হয়েছে, তিনি নাকি ফিট নন। যদিও তাতে বোমা ফাটিয়েছেন সরফরাজ়ের বাবা নওশাদ খান। জানিয়েছেন, জাতীয় দলের যে কোনও ক্রিকেটারের মতো সমান ফিটনেস রয়েছে সরফরাজ়ের। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ইয়ো ইয়ো টেস্টে দারুণ ফল হয়েছিল সরফরাজ়ের, জানিয়েছিলেন নওশাদ।
সরফরাজ়ের বারবার ব্রাত্য থাকা মেনে নিতে পারেননি সুনীল গাওস্করের মতো কিংবদন্তিও। যিনি বলেই দিয়েছিলেন, রঞ্জি ট্রফির পারফরম্যান্স যদি গুরুত্ব নাই পায়, তাহলে টুর্নামেন্টটি বন্ধ করে দেওয়া উচিত ভারতীয় ক্রিকেট বোর্ডের। ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতীয় দলে যেখানে যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড়ের মতো তরুণকে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু ব্রাত্যই ছিলেন সরফরাজ়।
সরফরাজ়ের বিয়ের খবর ও ছবি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ভিড়। সকলেই নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন। নেটিজেনদের একাংশ এরকমও লেখালিখি করছেন যে, স্ত্রী হয়তো লেডি লাক হয়ে দেখা দেবেন সরফরাজের জীবনে। বলাবলি হচ্ছে, স্ত্রী ভাগ্যে জাতীয় দলে বঞ্চনার ছবিটা যদি ঘোচে।
Cricketer Sarfaraz Khan gets married in Kashmir
— ANI Digital (@ani_digital) August 7, 2023
Read @ANI Story | https://t.co/lpSOmihtaj#IndianCricket #sarfarazkhan #marriage pic.twitter.com/sNrVoMXuhx
ভারতীয় দল যখন ওয়েস্ট ইন্ডিজ়ের মাটিতে সিরিজ খেলতে ব্যস্ত, ঠিক তখন চারহাত এক করলেন সরফরাজ খান। বিয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন মুম্বইয়ের তারকা ব্যাটার। সেখানে তিনি লিখেছেন, 'আলহামদুলিল্লাহ, বিবাহিত।' সরফরাজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই খরবটি জানাজানি হতে খুব একটা বেশি সময় লাগেনি। ভাইরাল হয়ে যায় সেই ছবি।
আরও পড়ুন: ফ্রি কিক থেকে অনবদ্য গোল মেসির, রুদ্ধশ্বাস ম্যাচ জিতে লিগস কাপের শেষ আটে ইন্টার মায়ামি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন






















