মুম্বই: এশিয়া কাপের আগে প্রস্তুতি শুরু করে দিলেন সূর্যকুমার যাদব। লোয়ার অ্য়াবডোমেন সার্জারি হয়েছিল। তারপর প্রথমবার নেট সেশন শুরু করলেন ভারতের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট দলের অধিনায়ক। আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। পাক্কা এক মাস বাকি টুর্নামেন্টের। তার আগে পুরোপুরি নিজেকে ফিট করে তুলতে মরিয়া সূর্যকুমার।
বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্য়াকাডেমিতে অনুশীলন শুরু করে দিয়েছেন সূর্যকুমার। নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন সূর্য। সেখানে দেখা যাচ্ছে যে নকিং সারছেন তারকা ব্যাটার। চোট সারিয়ে তিনি যে এখন পুরোটাই ফিট প্রায় ও মাঠে নামার জন্য মুখিয়ে আছেন, তা বুঝিয়ে দিয়েছেন তিনি। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে ভারতের মাটিতে। তার আগে এশিয়া কাপ এবছর টি-টোয়েন্টি ফর্ম্য়াটে হতে চলেছে। তাই আসন্ন এশিয়া কাপ খবর গুরুত্বপূর্ণ ভারতীয় ক্রিকেট দলের জন্য।
৩৪ বছরের সূর্যকুমার যাদবের নেতৃত্বে এশিয়া কাপে একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন সূর্যকুমার যাদব। এখনও পর্যন্ত টি-টােয়েন্টি ফর্ম্য়াটে ১৬৭ স্ট্রাইক রেটে ২৫৯৮ রান করেছেন। আর ৪০২ রান করলেই বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে তিন হাজার রান পূরণ করবেন ১৬০-র ওপর স্ট্রাইক রেট রেখে। প্রায় সাতটি ইনিংস এশিয়া কাপে খেলবেন সূর্যকুমার নিজের রেকর্ড গড়ার জন্য।
এশিয়া কাপে খেলবেন না বুমরা?
অতিরিক্ত খেলার ধকল কাটাতে বুমরাকে এশিয়া কাপের দলেও না রাখা হতে পারে। জানিয়ে রাখা যাক, ২০২৫ সালের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফর্ম্যাটে খেলা হবে। সব কিছু ঠিকঠাক চললে এশিয়া কাপের ফাইনাল ২৯শে সেপ্টেম্বর খেলা হবে। অন্যদিকে, ২ অক্টোবর থেকে টিম ইন্ডিয়াকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে হবে। এমতাবস্থায় তিনি এশিয়া কাপে না-ও খেলতে পারেন।
সংবাদ সংস্থা পিটিআইকে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেছেন, "এটা কঠিন সিদ্ধান্ত হবে। বুমরা টেস্ট ক্রিকেট পছন্দ করে। টি-টোয়েন্টির কথা বললে, ও জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে খেলতে পারে, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ড্রেস রিহার্সাল হবে।"
আশ্চর্যের বিষয় হল, বুমরা কেনিংটন ওভালে অনুশীলন পর্বেও আসেননি। অন্যদিকে, বেন স্টোকস এই টেস্টে খেলছেন না, তবে নিজের দলের মনোবল বাড়াতে স্টোকস দলের সঙ্গে রয়েছেন এবং তিনি অনুশীলন পর্বেও অংশ নিয়েছেন, কিন্তু বুমরা তা করেননি। এতে অনেক প্রশ্ন উঠছে।