Dipa Karmakar: ২১ মাসের জন্য নির্বাসিত দীপা কর্মকার, নিষিদ্ধ ড্রাগ সেবনের শাস্তি
Dipa Karmakar Suspended: আইটিএ জানিয়েছে, দীপার শরীরে হাইজিনামিন নামের একটি নিষিদ্ধ পদার্থ পাওয়া গিয়েছে। এই উপাদানটি ফুসফুসে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে।
নয়া দিল্লি: ২১ মাসের জন্য নির্বাসিত বাঙালি জিমন্যাস্ট (Gymnast) দীপা কর্মকার (Dipa Karmakar)। ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় এবার কড়া শাস্তির মুখোমুখি হতে হচ্ছে তাঁকে। ২০২৩-এর ১০ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানা গিয়েছে।
আন্তর্জাতিক টেস্টিং এজেন্সি (ITA) শুক্রবার এক বিবৃতিতে দীপাকে নির্বাসনের বিষয়টি নিশ্চিত করেছে। আইটিএ জানিয়েছে, দীপার শরীরে হাইজিনামিন নামের একটি নিষিদ্ধ পদার্থ পাওয়া গিয়েছে। এই উপাদানটি ফুসফুসে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে। দীপা কর্মকার প্রথম ভারতীয় জিমন্যাস্ট, যিনি ২০১৬ সালে রিও অলিম্পিক্সে (Rio Olympics) চতুর্থ স্থান অর্জন করেছিলেন। এরপর থেকে বেশ কয়েকটি চোটের কারণে তাঁর ক্যারিয়ার গ্রাফ নিম্নমুখী হয়ে পড়ে।
দীপার এই শাস্তির জেরে এই সময়কালের মধ্যে ভারতের হয়ে আন্তর্জাতিক স্তরে কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না এই বঙ্গ তনয়া। ইন্টারন্যাশনাল টেস্টিং এজেন্সি আরও জানিয়েছে, যেহেতু ইতিমধ্যেই ১৬ মাস নির্বাসনের শাস্তি কাটিয়েছেন দীপা, তাই তাঁকে আর পাঁচ মাস শাস্তি কাটাতে হবে।
The ITA (International Testing Agency) sanctions Indian gymnast Dipa Karmakar with a 21-month period of ineligibility after testing positive for prohibited substance higenamine: ITA
— ANI (@ANI) February 4, 2023
(file pic) pic.twitter.com/HE6UcETF1g
সম্প্রতি বাকুতে এফআইজি বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দীপা। যদিও ভল্টের ফাইনালে তিনি জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিলেন।