এক্সপ্লোর
Advertisement
'হঠাৎ করে প্রথম একাদশে বদল নয়', নিউজিল্যান্ডেও উইকেটরক্ষক হিসেবে খেলানো হতে পারে রাহুলকে, ইঙ্গিত কোহলির
সীমিত ওভারের যে কোনও দায়িত্ব পালনের দক্ষতার জন্য কে এল রাহুলের ভূয়সী প্রশংসা করলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি ২০ সিরিজের প্রথম কয়েকটি ম্যাচে যে কর্নাটকের ব্যাটসম্যানকেই গ্লাভস হাতে উইকেটের পিছনে দেখা যাবে, তা মোটামুটি স্পষ্ট করে দিয়েছেন অধিনায়ক।
ব্যাঙ্গালোর: সীমিত ওভারের যে কোনও দায়িত্ব পালনের দক্ষতার জন্য কে এল রাহুলের ভূয়সী প্রশংসা করলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি ২০ সিরিজের প্রথম কয়েকটি ম্যাচে যে কর্নাটকের ব্যাটসম্যানকেই গ্লাভস হাতে উইকেটের পিছনে দেখা যাবে, তা মোটামুটি স্পষ্ট করে দিয়েছেন অধিনায়ক।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত একদিনের সিরিজের প্রথম ম্যাচে ওয়াংখেড়েতে বাউন্সারে চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। এরপরই রাহুলকে উইকেটকিপিংয়ের দায়িত্ব দেওয়া হয়। রাহুল আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে নিয়মিত কিপিং করেন। সিরিজের তিনটি ম্যাচেই তিনিই উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেন। সেই ভূমিকা দারুণ সামলেছেন তিনি।
অস্ট্রেলিয়াকে তিন ম্যাচের সিরিজে ২-১ হারানোর পর কোহলি বলেছেন, রাহুল উইকেটরক্ষক হিসেবে থাকলে অতিরিক্ত একজন ব্যাটসম্যানকে খেলানোর সুবিধা পাওয়া যায়। এতে আমাদের ব্যাটিং অর্ডারের শক্তিও প্রচুর পরিমাণে বেড়ে যায়।
রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচ খেলার জন্য ফিট ছিলেন পন্থ। কিন্তু ভারতের টিম ম্যানেজমেন্ট রাহুলকেই উইকেটরক্ষক হিসেবে প্রথম একাদশে রাখার সিদ্ধান্ত নেয়।
আগামী ২৪ জানুয়ারি ভারতের নিউজিল্যান্ড সফর শুরু হচ্ছে। পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ দিয়ে সফর শুরু হবে। কোহলি মনে করছেন, রাহুলের দ্বৈতভূমিকা দলের ব্যাটিং শক্তি বাড়িয়ে দেবে।
কোহলি বলেছেন, ও তো ভালো খেলেছে। তাই এটা ধরে রাখতে হবে। এটা কাজে আসে কিনা, তা দেখতে হবে। হঠাত্ করেই বাদ দিয়ে পরিবর্তন করা যায় না। এই প্রথম একাদশে বদল ঘটানোর কোনও কারণ দেখছি না।
এই প্রসঙ্গে কোহলি অতীতের নজিরও টেনে এনেছেন। তিনি বলেছেন, দক্ষিণ আফ্রিকায় ২০০৩-এর বিশ্বকাপে রাহুল দ্রাবিড় উইকেটরক্ষকের দায়িত্বে ছিলেন।
অধিনায়ক বলেছেন, দলের ভারসাম্যের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। ২০০৩ বিশ্বকাপে রাহুল ভাই উইকেটকিপিং শুরু করেছিলেন। এতে ভারসাম্য অন্য রকম হয়ে যায়। কারণ, একজন অতিরিক্ত ব্যাটসম্যান খেলানোর সুযোগ থাকে। তাই প্রথম দিকের ব্যাটসম্যানরা খোলামনে খেলতে পারে।
রাহুল আদতে স্পেশ্যালিষ্ট ওপেনার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে তিন নম্বরে ব্যাট করেছিলেন। দ্বিতীয় ম্যাচে পাঁচ নম্বরে ব্যাট করেন এবং তৃতীয় ম্যাচে ওপেন করেন তিনি।
দ্বিতীয় ম্যাচে পাঁচ নম্বরে নেমে ৫২ বলে রাহুলের ৮০ রানের ইনিংস ভারতকে সিরিজে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। ভারত ৩৪০ রান করে এবং ৪৭ রানে ওই ম্যাচে জয়ী হয়।
অধিনায়ক বলেছেন, যে কোনও জায়গায় খেলতে তৈরি রাহুল। কারণ, ও একজন যথার্থ ব্যাটসম্যান এবং যে কোনও ফরম্যাটেই ও যে কোনও জায়গাতেই ও ভালো পারফর্ম করতে সক্ষম। প্রথম বল থেকেই ও মারতে যায় না। কিন্তু এমনটা ভালো ক্রিকেটীয় শট খেলেই করতে পারে এবং রাজকোটেই তা দেখা গিয়েছে। আমার মনে হয়, সুনির্দিষ্ট গেম প্ল্যান ও নিজের খেলা সম্পর্কে বুঝতে পারাটা ওকে সাহায্য করছে।
ব্যাট ও গ্লাভস হাতে ফর্মে ধারাবাহিকতার অভাবের জন্য পন্থ বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়েছেন। তিনি ভারতের টি ২০ দলে রয়েছেন। কিন্তু টিম ম্যানেজমেন্ট যে আরও কিছু ম্যাচ রাহুলকেই উইকেটকিপার হিসেবে খেলাতে চায় তা স্পষ্ট করে দিয়েছেন কোহলি। তিনি বলেছেন, হঠাত্ করেই প্রথম একাদশে পরিবর্তন করে দলে ধোঁয়াশা তৈরি করা যায় না।
আগামী সোমবার নিউজিল্যান্ড পাড়ি দেবে ভারত। সেখানে তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টেস্টও খেলবে ভারত।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement