ISL: মুম্বই ম্য়াচে হারের পর দলের প্লেয়ারদের ব্যর্থতা নিয়ে কী বললেন মহমেডান কোচ?
Mohammedan SC vs Mumbai City: রীতিমতো দাপুটে ফুটবল খেলে চলতি লিগের সাত নম্বর জয়টি এ দিন পায় মুম্বই। ম্যাচের প্রায় ৭০ শতাংশ বলের দখল রাখে তারা। লক্ষ্যে রাখা তিনটি শট থেকেই গোল পায় তারা।

মুম্বই: মুম্বই সিটি এফসি-র মতো ভাল দলের কাছে তিন গোলে হার মেনে নিতে দ্বিধা নেই মহমেডান এসসি-র কোচ আন্দ্রেই চেরনিশভের। রবিবার মুম্বই ফুটবল এরিনায় লালিয়ানজিয়ালা ছাঙতেদের প্রায় ৭০ মিনিট পর্যন্ত গোল করতে দেননি সাদা-কালো ব্রিগেডের ফুটবলাররা। দলের ফুটবলারদের এই পারফরম্যান্সের জন্য বরং তাঁদের ধন্যবাদ জানান চেরনিশভ।
রীতিমতো দাপুটে ফুটবল খেলে চলতি লিগের সাত নম্বর জয়টি এ দিন পায় মুম্বই। ম্যাচের প্রায় ৭০ শতাংশ বলের দখল রাখে তারা। লক্ষ্যে রাখা তিনটি শট থেকেই গোল পায় তারা। মহমেডান এসসি ম্যাচের খুব কম সময়েই ভাল খেলতে পেরেছে। বেশিরভাগ সময়ই চালকের আসনে ছিল গতবারের কাপ চ্যাম্পিয়নরা।
রবিবারের এই হার নিয়ে রাশিয়ান কোচ চেরনিশব বলেন, ''মুম্বই এই ম্যাচের আগে কেমন খেলেছিল, তার কোনও গুরুত্ব আমার কাছে ছিল না। আমরা জানি ওরা আইএসএলের অন্যতম সেরা দল। আমাদের পরিকল্পনা ছিল ওদের চাপে রাখব। কিন্তু প্রথমার্ধ আমাদের কাছে খুব কঠিন হয়ে ওঠে। কারণ, উইথ দ্য বল ওরা সত্যিই খুব ভাল। তবে খেলা শুরুর মিনিট কুড়ি পর থেকে আমরা ভাল খেলেছি। আমরা গোলের সুযোগও পেয়েছিলাম। ১৭ মিনিট আমরা ভাল খেলেছি। তার পর আর তেমন ভাল খেলতে পারিনি।''
কেন ভাল খেলতে পারেনি তাঁর দল, তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে চেরনিশভ বলেন, ''বল ছাড়া আমরা ভাল দৌড়তে পারিনি। আর প্রতিবারই তো বলি, একটা ভুল মানে সেটা বড় ভুল হয়ে যেতে পারে। আজও তা-ই হয়েছে। আজকের ভুলটা বাচ্চাদের মতো। গোলকিপার ও সেন্ট্রাল ডিফেন্ডারের মধ্যে ভুল বোঝাবুঝির ফল। তারপর থেকে আমরা খেলা থেকে ক্রমশ হারিয়ে গিয়েছি। এই ম্যাচে আমরা নতুন খেলোয়াড় এনেছিলাম। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি।''
দলের অন্যতম সেরা তারকা আর্জেন্টাইন মিডফল্ডার অ্যালেক্সি গোমেজ বহু দিন পর এই ম্যাচে মাঠে ফেরেন। তাঁকে নিয়ে কোচ বলেন, ''আজ মাঠে নামার আগে একাধিক ম্যাচ খেলেনি অ্যালেক্সি। বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে ও গুরুতর চোট পায়। তার পরে ওকে পুরোপুরি বিশ্রাম দেওয়া হয়েছিল। অনেক দিন অনুশীলন করেনি। মাত্র তিন দিন করেছে। তাই এখনও ও সেরা ছন্দে আসেনি। তবে ও ছন্দে চলে আসবে বলেই আমার ধারণা।''
এরপর কলকাতার দুই প্রধানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে তাদের। এর পরেই মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ। তার পরে হায়দরাবাদ সফর ও তার পরে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ। তার পরে আরও পাঁচটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচগুলি নিয়ে কোচ বলেন, ''এখনই মোহনবাগানকে নিয়ে ভাবছি না, ম্যাচটা ছ’দিন পর। এখন আমাদের বিশ্রাম নিতে হবে। এই ম্যাচের বিশ্লেষণ করব। দু’দিন পর থেকে ফের প্রস্তুতি শুরু করব।''
তথ্য সংগ্রহ: আইএসএল মিডিয়া
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
