Women’s Asia Cup 2025: সিঙ্গাপুরের বিরুদ্ধে ১২-০ ব্যবধানে জয়, মহিলাদের এশিয়া কাপ হকির সুপার ফোরে ভারত
Hockey India: এশিয়া কাপ হকিতে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় হকি দল। দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে খেতাব জিতে নিয়েছিল ভারতীয় দল। দীলপ্রীত সিংহ ম্য়াচে দুটো গোল করেন।

নয়াদিল্লি: মহিলা এশিয়ান হকি টুর্নামেন্টে ভারতের মহিলা হকি দল সুপার ফোরে জায়গা পাকা করে নিল। সিঙ্গাপুরকে ১২-০ ব্যবধানে হারিয়ে দিল ভারত। গোলের হ্যাটট্রিক করলেন নভনীত। তিনি ১৪, ২০, ২৮ মিনিটে গোল করেন। মুমতাজ ২, ৩২, ৩৯ মিনিটের মাথায় গোল করেন। নেহা ১১ ও ৩৮ মিনিটের মাথায় গোল করেন। এছাড়া লালরেমশিয়ামি ১৩ মিনিটের মাথায়, উদিতা ২৯ মিনিটের মাথায়, শর্মিলা ৪৫ মিনিটের মাথায় ও রুতুরাজ পিসাল ৫৩ মিনিটের মাথায় গোল করেন।
খেলার শুরুতেই মুমতাজ খানের দুরন্ত গোলে এগিয়ে যায় ভারত। এরপর একের পর এক গোলের মালা সিঙ্গাপুরকে পরাতে থাকেন ভারতের হকি প্লেয়াররা। আট মিনিটের মাথায় সিঙ্গাপুর একটি পেনাল্টি কর্নার পেয়েছিল। কিন্তু তা থেকে তারা গোল করতে পারেনি। কিন্তু এরপর সেভাবে আর প্রতিপক্ষকে কোনও সুযোগও দেননি ভারতের মহিলা হকি দল। আগামী ১০ সেপ্টেম্বর সুপার ফোরে পরবর্তী ম্য়াচে খেলতে নামবে ভারতীয় মহিলা হকি দল।
এশিয়া কাপ হকিতে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় হকি দল। দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে খেতাব জিতে নিয়েছিল ভারতীয় দল। দীলপ্রীত সিংহ ম্য়াচে দুটো গোল করেন। এছাড়া বাকি দুটো গোল করেন অমিত রোহিদাস ও সুখজিৎ সিংহ। দক্ষিণ কোরিয়া এক গোল করে শুধু ব্যবধান কমাতে পেরেছিল। দীলপ্রীতের স্টিক থেকে গোল আসে ২৮ ও ৪৫ মিনিটের মাথায়। সুখজিৎ ১ মিনিট ও অমিত রোহিদাস ৫০ মিনিটের মাথায় দুটো গোল করেন। পুরো টুর্নামেন্টে একটি ম্য়াচেও হারেনি ভারতীয় হকি দল।
এশিয়া কাপে পাঁচটি ম্য়াচে জিতে ও একটি ম্য়াচ ড্র করেছিল ভারতীয় হকি দল। পুলের তিনটি ম্য়াচেই জিতেছিল হরমনপ্রীতের ভারতীয় হকি দল। সুপার ফোরে মালয়েশিয়া ও চিনের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয় হকি দল। কোরিয়ার বিরুদ্ধে ম্য়াচ ড্র করে ভারত। ২০০৩, ২০০৭, ২০১৭ সালে এর আগে এশিয়া কাপ হকিতে জিতেছিল ভারত। এই নিয়ে চতুর্থবার ট্রফি জিতল হরমনপ্রীতের দল। দক্ষিণ কোরিয়া পাঁচবার এই টুর্নামেন্ট জিতেছে।
এশিয়া কাপ হকিতে দাপটে দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারতের পুরুষ দল। এবার মেয়েদের পালা। তারা কী পারবেন? এশিয়া সেরার তকমা জিতে নিতে? অন্য়দিকে ক্রিকেটেও আজ থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। আগামীকাল ভারতের প্রথম ম্য়াচে প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি।






















