Bajrang Punia: NADA-র নির্দেশ না মেনে ৪ বছরের জন্য নির্বাসিত টোকিও অলিম্পিক্সে পদকজয়ী বজরং
Bajrang Punia Suspend: বজরং জানিয়েছিলেন যে নাডার পরীক্ষার ওপর তাঁর ভরসা নেই। তার জন্যই নাকি তিনি মূত্রের নমুনা দেননি। তাঁর বিরুদ্ধে রাজনৈতিক চাল বলেও জানিয়েছিলেন।
নয়াদিল্লি: টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন। এবার চার বছরের জন্য নির্বাসিত হলেন বজরং পুনিয়া (Bajrang Punia)। ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি অর্থাৎ নাডা (NADA) তাঁকে নির্বাসিত করেছে। জাতীয় দলের ট্রায়ালে মূত্রের নমুনা দিতে নারাজ ছিলেন পুনিয়া। সেই নির্দেশ অমান্য করার শাস্তিই এবার পেতে হল পুনিয়াকে। চলতি বছর ২৩ এপ্রিল ২০২৪ থেকেই তাঁর চার বছরের নির্বাসনের শাস্তি শুরু হয়েছে। আন্তর্জাতিক কুস্তি নিয়ন্ত্রক সংস্থা ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংয়ের তরফেও পুনিয়াকে নির্বাসিত ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, গত মে মাস নাগাদ NADA-র সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে অ্যাপিল করেছিলেন বজরং। যার পর সাময়িকভাবে তাঁর ওপর থেক নির্বাসন তুলে নেওয়া হয়েছিল। ৩১ মে থেকে ২১ জুন ২০২৪ পর্যন্ত নির্বাসন তুলে নেওয়া হয়েছিল বজরংয়ের ওপর থেকে। তাই এই সময়কাল চার বছরের মধ্যে ধরা হবে না। নাডার পক্ষ থেকে জানানো হয়েছে, চার বছর সময়কালে বজরং দেশের ও বিদেশের কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। এমনকী কোচিংয়েও নামতে পারবেন না।
বজরং জানিয়েছিলেন যে নাডার পরীক্ষার ওপর তাঁর ভরসা নেই। তার জন্যই নাকি তিনি মূত্রের নমুনা দেননি। এমনকী তিনি এমনটাও জানিয়েছিলেন যে ভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ সিংহের বিরুদ্ধে কুস্তিগিরদের প্রতিবাদে তিনি সক্রিয়ভাবে ছিলেন। এছাড়া কংগ্রেসেও যোগ দিয়েছেন। যার জন্যই পরিকল্পিতভাবে তাঁর সঙ্গে এমনটা করা হয়েছে। আইনি লড়াই লড়েও শেষ পর্যন্ত অবশ্য নির্বাসনের খাঁড়া থেকে বাঁচতে পারলেন না বজরং।
উল্লেখ্য, বিনেশ ও বজরং কংগ্রেসে যোগ দেওয়ার পরই তাঁদের বিরুদ্ধে আক্রমণ শেনেছিলেন যৌন নিগ্রহে অভিযুক্ত ভারতীয় কুস্তি সংস্থার অপসারিত প্রধান ব্রিজভূষণ। তিনি জানিয়েছিলেন, ''হরিয়ানাতে বিগত বেশ কয়েক বছর ধরে বন্ধ কুস্তি। কোনও ট্রায়াল ছাড়াই বজরং পুনিয়া এশিয়ান গেমসে গিয়েছিলেন। এটা কি মিথ্যে? এমনকী বিনেশকেও আমার একটা কথা বলার আছে। আপনি কুস্তিতে জেতেননি। চুরি করে অলিম্পিক্সে গিয়েছিলেন। ঈশ্বর আপনাকে তার শাস্তি দিয়েছে।''
এরপরই বজরং পুনিয়া বলেছিলেন, ''বিনেশ পদক না জিততে পারায় কিছু মানুষ আনন্দ করছেন। এরা আদৌ দেশভক্ত তো? বিনেশ পদক জিতলে ওটা শুধু বিনেশের হত না, ১৪০ কোটি দেশবাসীর পদক হত। সেখানে ব্রিজভূষণ বিনেশের পদক না জেতায় আনন্দ পেয়েছে। এরা আমাদের দেশভক্তি শেখাবে? ওরা মেয়েদের যৌন নিগ্রহ করেছে।''
এই পরিস্থিতিতে চার বছরের নির্বাসন একটু বেশিই কঠোর পদক্ষেপ হল কি না, তা হয়ত সময়ই বলবে। তবে বজরং ঘনিষ্ঠরা এখানে রাজনৈতিক অভিসন্ধির গন্ধ পাচ্ছেন।