এক্সপ্লোর
Advertisement
উইকেট নেওয়ার মতো বোলার রয়েছে বলেই বিশ্বকাপে ভারত এগিয়ে, বলছেন রাহানে
রাউন্ড রবিন ফর্ম্যাটে এবার খেলা হবে বিশ্বকাপ। সব দলই একে অপরের বিরুদ্ধে খেলবে। সেরা চারটি দল সরাসরি পৌঁছবে সেমিফাইনালে
মুম্বই: অভিজ্ঞ বোলিং আক্রমণই বিশ্বকাপে বিরাট কোহলির দলকে এগিয়ে রাখবে বলে জানালেন ভারতের টেস্ট দলের সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে। ভারতের পথে সবচেয়ে বড় কাঁটা হিসাবে তিনি বেছেন নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডকে।
রাউন্ড রবিন ফর্ম্যাটে এবার খেলা হবে বিশ্বকাপ। সব দলই একে অপরের বিরুদ্ধে খেলবে। সেরা চারটি দল সরাসরি পৌঁছবে সেমিফাইনালে। রাহানে বলেছেন, 'আমাদের দল খুব শক্তিশালী। নতুন ফর্ম্যাটে এবারের বিশ্বকাপ খেলা হবে। লিগ পর্বে ৯টি ম্যাচ খেলব আমরা। ছন্দ আর ধারাবাহিকতা খুব গুরুত্বপূর্ণ হবে। ভাল শুরু করলে সেই ছন্দটা ধরে রাখতে হবে। ধারাবাহিকতা বজায় রাখতে হবে। কোনও দলকেই হাল্কাভাবে নেওয়া চলবে না।'
ইংল্যান্ডের আবহাওয়ায় বোলিং আক্রমণের জন্যই ভারত কিছুটা এগিয়ে থাকবে বলে মত রাহানের। বলেছেন, 'পেস ও স্পিন মিলিয়ে আমাদের বোলিং আক্রমণ খুবই অভিজ্ঞ। ভাল ব্যাপার হল যে, আমাদের দলের সব বোলারই উইকেট নেওয়ার মতো এবং যে দলে এরকম বোলার বেশি রয়েছে, তাদের বিশ্বকাপ জেতার সম্ভাবনাও বেশি। আমাদের হাতে এমন বোলার রয়েছে যারা যে কোনও পরিস্থিতিতে উইকেট তুলে নিতে পারে। পাশাপাশি ইংল্যান্ডে সদ্য খেলে আসার সুবাদে ওখানকার পরিবেশ-পরিস্থিতিতে আমাদের বোলারদের সুবিধাই হবে। কিছুটা মানিয়ে হয়তো নিতে হবে, তবে তাতে সমস্যা হবে না।'
ভারত, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি কাপ জয়ের দাবিদার হিসাবে রাহানে বেছে নিয়েছেন নিউজিল্যান্ডকে। পাশাপাশি বলেছেন, 'বিরাট দারুণ অধিনায়ক। মাহি ভাই (মহেন্দ্র সিংহ ধোনি) অন্যরকম অধিনায়ক। বিরাট নিশ্চয়ই মাহি ভাইয়ের কাছে সঠিক পরামর্শ পাবে। উইকেটকিপার হওয়ার দরুণ মাহি ভাই ফিল্ডিং সাজানো ও বোলারদের লাইন-লেংথের ব্যাপারে গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে সিদ্ধহস্ত।'
বিশ্বকাপের দলে উপেক্ষিত হলেও বিশ্বকাপ পরবর্তী ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য প্রস্তুতিতে পাখির চোখ করছেন রাহানে। তার জন্য খেলবেন কাউন্টি ক্রিকেটও।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement