এক্সপ্লোর
ব্যাটিং অর্ডারের চার নম্বর জায়গা এখনও ফাঁকা, মনে করছেন সৌরভ

নয়াদিল্লি: আগামী বিশ্বকাপে ভারতীয় স্কোয়াডে ব্যাটিং অর্ডারে চার নম্বর স্থানের জন্য লড়াই এখনও চলছে। এমনটাই মনে করেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ বলেছেন, এখনও বিকল্প রয়েছে। দেখা যাক কী হয়। চার নম্বরে কে ব্যাট করবেন, তা চূড়ান্তভাবে এখনও বেছে নিতে পারেনি টিম ম্যানেজমেন্ট। কারণ, অম্বাতি রায়ডুর প্রতি টিম ম্যানেজমেন্ট যে আস্থা রেখেছিল, সেক্ষেত্রে এখনও পর্যন্ত ভরসা দিতে পারেনি তাঁর ব্যাট। কারণ, তিনি ধারাবাহিকভাবে পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে তিনটি ম্যাচে রায়ডু করেছেন ১৩,১৮ ও ২ রান। গত রবিবার চতুর্থ ম্যাচে ভারত চার উইকেটে হেরে যায়। ওই ম্যাচে রায়ডুর জায়গায় দলে আসেন কে এল রাহুল। তাঁকে তিন নম্বরে পাঠিয়ে কোহলি এসেছিলেন চার নম্বরে। অলরাউন্ডার বিজয় শঙ্করকে চার নম্বরে ব্যাট করানোরও একটা চিন্তাভাবনা চলছে বলে খবর। মোহালিতে ৩৫৮ রানের বিশাল স্কোর করেও হেরেছিল ভারত। ওই ম্যাচে ভারতের হারকে ততটা গুরুত্ব দিতে নারাজ সৌরভ। তিনি বলেছেন, মাঠে প্রচুর শিশির পড়ছিল। ফলে পরিস্থিতি খুবই কঠিন ছিল। তাই এই হারকে বড় করে দেখার কোনও কারণই নেই। এতে দলের বিশ্বকাপ প্রস্তুতিতেও কোনও ব্যাঘাত ঘটবে না।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















