এক্সপ্লোর
Advertisement
দেখুন: মাঠেই ভাংড়া শিখরের, ছোঁয়াচ কমেন্ট্রি বক্সেও, তালে তাল মেলালেন ভাজ্জি ও ডেভিড লয়েড
লন্ডন: লন্ডনের ওভালে চলছে ভারত ও ইংল্যান্ডের মধ্যে চলতি সিরিজের শেষ তথা পঞ্চম টেস্ট। খেলা চলাকালে মাঠে ও গ্যালারিতে অনেক সময় এমন কিছু অন্য ধরনের ঘটনা দেখা যায়, যা নজর কেড়ে যায়। এমনই একটা ঘটনা ঘটল ওভাল টেস্টের প্রথম দিন। ফিল্ডিং করার সময় জমিয়ে মজা করলেন ভারতীয় দলের ওপেনার শিখর ধবনকে।
বাউন্ডারি লাইনের ধারে ফিল্ডিংয়ের সময় ভাংড়া নেচে দর্শকদের মনোরঞ্জন করতে দেখা গেল ভারতীয় দলের গব্বরকে।#ENGvIND Another amazing day of Test Cricket at the Oval - we even got the legend @SDhawan25 to do some Bhangra to our Dhol. #COTI 🇮🇳 pic.twitter.com/fMKUnXfpdn
— The Bharat Army (@thebharatarmy) September 7, 2018
শিখরের নাচের সঙ্গে তাল মিলিয়ে সেখানকার দর্শকরাও ভাংড়া নাচলেন।Cricket On but Bhangra Rules . Mr. Cool @SDhawan25 and Turbanator @harbhajan_singh showing some Punjabi moves #IndiavsEngland @BCCI @ICC @ECB_cricket should add Bhangra to every test match to spice it up :-) #PataudiTrophy2018 pic.twitter.com/i1vlN4TBVk
— Sabby Sabharwal (@sabby2707) September 7, 2018
আর এই নাচের ছোঁয়াচ লাগল কমেন্ট্রি বক্সেও। সেখানে ছিলেন হরভজন সিংহ। ভাংড়া হচ্ছে, আর ভাজ্জি কিছু করবেন না, তা কখনও হয়! শিখরের ভাংড়া দেখে ভারতীয় দলের প্রাক্তন স্পিনার কমেন্ট্রি বক্সেই একটু নেচে নিলেন। আর ভাজ্জির সহভাষ্যকার ডেভিড লয়েডও ওই ছন্দময় নাচ শিখতে আগ্রহ প্রকাশ করেন। ভাজ্জি তাঁকেও শিখিয়ে দিলেন এই নাচ।.@BumbleCricket does Bhangra - with some help from @harbhajan_singh! Join us for live coverage of day two of the fifth #EngvInd Test from 10am. D1 highlights: https://t.co/CRm6LBC6dz pic.twitter.com/OevARyxezG
— Sky Sports Cricket (@SkyCricket) September 7, 2018
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement