এক্সপ্লোর
RR vs CSK: সঞ্জুর ব্যাটে ঝড়, মারলেন ৯ বিশাল ওভার বাউন্ডারি, রাজস্থান রয়্যালসের হয়ে দ্বিতীয় দ্রুততম হাফসেঞ্চুরি
এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচেই সঞ্জু-ঝড়। শারজায় চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে মাত্র ৩২ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস এল রাজস্থানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান সঞ্জু স্যামসনের ব্যাট থেকে।

দুবাই: এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচেই সঞ্জু-ঝড়। শারজায় চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে মাত্র ৩২ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস এল রাজস্থানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান সঞ্জু স্যামসনের ব্যাট থেকে। এমন অ্যাকশন ঠাসা ব্যাটিং টি ২০-তে দর্শকদের বিনোদনে বাড়তি পাওনা। শারজার বাইশ গজে ক্রিকেটের সঞ্জুকে দেখা গেল সংহারমূর্তিতে। এই ইনিংস খেলার পথে ব্যক্তিগত রেকর্ডও গড়লেন তিনি। আইপিএল কেরিয়ারে এটাই তাঁর দ্রুততম অর্ধশতরান। ছয়টি বিশাল ওভার বাউন্ডারি ও একটি বাউন্ডারির সাহায্যে মাত্র ১৫ বলে হাফসেঞ্চুরি করলেন তিনি। এর আগে ২০১৭-র আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে ফিরোজ শাহ কোটলায় ২৪ বলে হাফসেঞ্চুরি করেছিলেন তিনি। সেটাই ছিল এতদিন আইপিএল কেরিয়ারে তাঁর সবচেয়ে দ্রুত হাফসেঞ্চুরি। এদিন সেই ব্যক্তিগত মাইলস্টোন ছাপিয়ে গেলে তিনি। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ওয়েইস শাহর সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় দ্রুততম অর্ধশতরানকারী ব্যাটসম্যান হলেন সঞ্জু। রাজস্থানের হয়ে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড রয়েছে জস বাটলারের। তিনি গত আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৮ বলে হাফসেঞ্চুরি করেছিলেন। সঞ্জু সিএসকে-র বিরুদ্ধে তাঁর এদিনের ইনিংসে হাঁকিয়েছেন মোট ৯ টি ছক্কা। প্রথমে ব্যাট করে রাজস্থান ২১৬ রানের পাহাড় গড়েছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















