এক্সপ্লোর
Advertisement
আইপিএল ২০১৭: ৮ হোস্ট শহরে আটটি উদ্বোধনী অনুষ্ঠান, পারফর্ম করবেন বলিউডের একঝাঁক নতুন তারকা
নয়াদিল্লি: আইপিএল-এর আগের নটি সিজনের চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গিয়েছে বলিউডের একনম্বর তারকাদের পারফর্ম করতে। আইপিএল-এর মঞ্চে এর আগে পারফর্ম করেছেন শাহরুখ খান, হৃত্বিক রোশন, প্রিয়ঙ্কা চোপড়া, দীপিকা পা়ডুকোনের মতো তারকারা। তবে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শুরু থেকেই রয়েছে চমক। আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা জানিয়েছেন, এবার আইপিএল-এর আটটি হোস্ট শহরে আটটি উদ্বোধনী অনুষ্ঠান হবে। সেখানে পারফর্ম করবেন বলিউডের তরুণ ব্রিগেড যেমন পরিনীতি চোপড়া, টাইগার শ্রফ, শ্রদ্ধা কপূরেরা। বলিউডের এই তারকারা পারফর্ম করবেন দিল্লি, কলকাতা, হায়দরাবাদ, গুজরাত, মু্ম্বই, পুণে, বেঙ্গালুরু এবং ইনদওরে।
সূত্রের খবর, পরিনীতি, টাইগার, শ্রদ্ধা ছাড়াও অনুষ্ঠানে অংশ নিতে পারেন রীতেশ দেশমুখ, অ্যামি জ্যাকসন। সম্ভবত, অ্যামি তাঁর নাচের জাদু দেখাবেন সানরাইজারস হায়দরাবাদের হয়ে। রীতেশ তাঁর শিল্প দেখাবেন পুণে রাইসিং সুপারজায়েন্টের ভক্তদের জন্যে।
এদিকে দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক প্রবীণ আধিকারিকের দাবি, অম্বলার মেয়ে পরিনীতি পারফর্ম করবেন ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে। ১৫ এপ্রিল কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে দিল্লি ডেয়ারডেভিলসের উদ্বোধনী ম্যাচের আগে।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের এক আধিকারিকের দাবি, কলকাতা নাইট রাইডার্সের হয়ে ইডেন গার্ডেন্স মাতাতে আসছেন শ্রদ্ধা কপূর এবং মোনালি ঠাকুর। তবে কেকেআর-এর মালিক শাহরুখ খানের ঝলকও দেখতে পারে ইডেনের দর্শকেরা উদ্বোধনী অনুষ্ঠানের দিন। এবিষয়ে নিশ্চিত করে কেউ কিছু না বললেও, বাদশার পক্ষে সবই সম্ভব, দাবি সিএবি-র এক আধিকারিকের।
এদিকে গুজরাত লায়নস-এর হয়ে তাঁর স্টান্ট দেখাবেন জ্যাকি পুত্র টাইগার। রাজকোটে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়াম দেখতে পাবে টাইগারের পারফর্ম্যান্সের ঝলক।
তবে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের হাতে এখনও উদ্বোধনী অনুষ্ঠান সংক্রান্ত ব্লু-প্রিন্ট এসে পৌঁছয়নি। এদিকে পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তাব্যক্তিদের দাবি, তাঁরা উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে কিছুই জানেন না, মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তাদেরও একই মত পঞ্জাব ক্রিকেট কর্তাদের মতো।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
খবর
Advertisement