এক্সপ্লোর
Advertisement
ধোনিকে কটাক্ষ করায় সৌরভকে তোপ সিনেমার ‘মাহি’র
মুম্বই: নাম না করে ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করলেন রিল লাইফের ধোনি। উল্লেখ্য,সুপারহিট সিনেমা ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-তে ভারতের বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রাইজিং পুনে সুপার জায়েন্টের হয়ে মাহির ম্যাচ জেতানো ইনিংসের পর সেই সুশান্ত সিংহ রাজপুতই এবার কার্যত সৌরভকে একহাত নিয়েছেন। ওই ম্যাচে শেষ বলে বাউন্ডারি মেরে পুনেকে জেতান মাহি। শুধু তাই নয়, প্রথম কয়েকটি ম্যাচে ব্যর্থতার পর ব্যাট হাতে মাহিকে দেখা গেছে স্বমহিমায়।
এর আগে একটি সংবাদমাধ্যমকে সৌরভ বলেছিলেন যে, ধোনি ভালো টি-২০ ক্রিকেটার কিনা, সে ব্যাপারে তিনি নিশ্চিত নন। একদিনের ম্যাচে অসাধারণ ধোনি। কিন্তু টি-২০ ক্রিকেটে গত ১০ বছরে ধোনি মাত্র একটি হাফসেঞ্চুরি করতে পেরেছেন। এটা খুব একটা ভালো রেকর্ড নয়।
হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের পর সুশান্ত সিংহর ট্যুইট, ‘ধোনি... নয়..আপনারা কী বলেন??এখন সেই বিশেষজ্ঞরা কোথায়। মাহির জন্য গর্বিত’।
সুশান্ত সিংহর ট্যুইটে সৌরভের নাম উল্লেখ করা হয়নি। কিন্তু তাঁর কটাক্ষের লক্ষ্য যে সৌরভ, তা খুবই স্পষ্ট। হায়দরাবাদের বিরুদ্ধে ধোনির ৩৪ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস পুনেকে জিতিয়ে দেয়। অনেকদিন পর ফিনিসার মাহিকে দেখা গিয়েছে ওই ম্যাচে। ওই ইনিংসের পর ভারতের অধিনায়ক কোহলিও ধোনির প্রশংসায় পঞ্চমুখ। তাঁর ট্যুইট, ‘বছরের পর বছর ধরে যা করে এসেছেন, তাই-ই করলেন এমএস ধোনি। কী অসাধারণ ইনিংস। দেখে দারুন লাগল’।"Dhoni is not a .... " what did you say ?? Wonder where are the Experts now. Proud of you mahi!! https://t.co/KPEpxeGhJr
— SHIV Sushant Rajput (@itsSSR) April 22, 2017
Ms Dhoni does what he's done with so much confidence over the years. What a champion knock. Great to watch 💪 — Virat Kohli (@imVkohli) April 22, 2017
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement