রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারাল নাইটরা

জয়পুর: রাজস্থান রয়্যালসকে তাদেরই ঘরের মাঠে ৭ উইকেটে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। রাজস্থানের রাখা ১৬১ রানের লক্ষ্যমাত্রা তিন উইকেট খুইয়ে জয় সম্পন্ন করে নাইটরা।
এদিন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দীনেশ কার্তিক। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৬০ রান তোলে অজিঙ্ক রাহানের দল। রাজস্থানের হয়ে ভাল শুরু করেন দুই ওপেনার রাহানে (১৯ বলে ৩৬) এবং দার্দি শর্ট (৪৩ বলে ৪৪)। কিন্তু এরপর কোনও ব্যাটসম্যান তেমন প্রভাব ফেলতে পারেননি। কলকাতার হয়ে দুটি করে উইকেট দখল করেন টম কুরান ও নীতীশ রাণা। একটি করে উইকেট নেন পীযূষ চাওলা. কুলদীপ যাদব ও শিবম মাভি।
জবাবে, ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কেকেআর। প্রথম ওভারে শূন্য রানে ফিরে যান ওপেনার ক্রিস লিন। কিন্তু, সুনীল নারিন ও রবিন উথাপ্পা মিলে পাল্টা আক্রমণ করেন। এদিন ৩৫ রান (২৫ বল) করেন নারিন। মারেন ৫টি চার ও একটি ছক্কা। ৩৬ বলে ৪৮ রানের ইতিবাচক ইনিংস খেলেন উথাপ্পা। তাঁর ইনিংস সাজানো ছিল ৬টি চার ও ২টি ছক্কায়। এরপর বাকি কাজটা সম্পন্ন করেন অধিনায়ক কার্তিক (২৩ বলে ৪২ অপরাজিত) এবং নীতীশ রাণা (২৭ বলে ৩৫)।
রাজস্থান রয়্যালস - অজিঙ্ক রাহানে, দার্সি শর্ট, সঞ্জু স্যামসন, বেন স্টোকস, রাহুল ত্রিপাঠি, জোস বাটলার, কে গোথাম, শ্রেয়স গোপাল, ধবল কুলকার্নি, জয়দেব উনাদকত ও বেন লাফলিন।
কলকাতা নাইট রাইডার্স - ক্রিস লিন, সুনীল নারিন, রবিন উথাপ্পা, নীতীশ রাণা, দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, শুভমন গিল, পীযূষ চাওলা, টম কুরান, শিবম মাভি ও কুলদীপ যাদব।






















