এক্সপ্লোর
কেকেআর জয়ে ফেরায় খুশি কার্তিক, তরুণদের তৈরি করার কৃতিত্ব দিলেন দ্রাবিড়কে

ছবি সৌজন্যে ট্যুইটার
বেঙ্গালুরু: অ্যাওয়ে ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৬ উইকেটে হারিয়ে দল জয়ে ফেরায় কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দীনেশ কার্তিক। তিনি বলেছেন, ‘জয় পেলে সবসময় ভাল লাগে। আমরা লিগ টেবলের কোথায় অবস্থান করছি, সেটা বিশেষ গুরুত্বপূর্ণ না। পয়েন্ট তালিকার মাঝামাঝি জায়গায় থাকা খারাপ নয়।’ গতকাল টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৭৫ রান করে আরসিবি। অধিনায়ক বিরাট কোহলি ৬৮ রানে অপরাজিত থাকেন। আন্দ্রে রাসেল তিন উইকেটে নেন। ১৯.১ ওভারেই সেই রান টপকে যায় কেকেআর। ক্রিস লিন ৬২ রানে অপরাজিত থাকেন। ম্যাচ প্রসঙ্গে কার্তিক বলেছেন, ‘আমার মনে হয় ওরা ভাল ব্যাটিং করেছে। এবি-র (ডিভিলিয়ার্স) অনুপস্থিতিতে বিরাটের উইকেট গুরুত্বপূর্ণ ছিল। ও নিজের মেজাজে খেলেছে। তবে আমার দলের খেলোয়াড়দের উপর আস্থা আছে। যারা খেলছে, তাদের উপর ভরসা রাখা দরকার।’ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের কয়েকজন ক্রিকেটার এবার কেকেআর দলে আছেন। তাঁদের প্রশংসা করার পাশাপাশি অনূর্ধ্ব-১৯ দলের কোচ রাহুল দ্রাবিড়কেও কৃতিত্ব দিয়েছেন কার্তিক। তিনি বলেছেন, ‘এই তরুণরা দুর্দান্ত। বিশ্বকাপ জেতার পর সাধারণত একটু অহঙ্কার আসে। কিন্তু এই ছেলেদের মধ্যে সেটা নেই। রাহুল দ্রাবিড়কে কৃতিত্ব দিতেই হবে। ওরা সবসময় দ্রাবিড়ের সম্পর্কে ভাল কথা বলে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















