এক্সপ্লোর
Advertisement
আইপিএলের ফাইনালে ওঠার পর বোলারদের প্রশংসায় চেন্নাই অধিনায়ক ধোনি
আইপিএলের ফাইনালে প্রথমবার দিল্লি ক্যাপিটালসের ওঠার স্বপ্ন জল ঢেলে দিয়েছে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। কোয়ালিফায়ার ২-র ম্যাচে দিল্লিকে হারিয়ে এই নিয়ে অষ্টমবার আইপিএলের ফাইনালে পৌঁছল চেন্নাই। দিল্লির বিরুদ্ধে গতকাল শুক্রবারের ম্যাচে দলের এই অনায়াস জয়ের কৃতিত্ব বোলারদের দিয়েছেন ধোনি।
বিশাখাপত্তনম: আইপিএলের ফাইনালে প্রথমবার দিল্লি ক্যাপিটালসের ওঠার স্বপ্ন জল ঢেলে দিয়েছে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। কোয়ালিফায়ার ২-র ম্যাচে দিল্লিকে হারিয়ে এই নিয়ে অষ্টমবার আইপিএলের ফাইনালে পৌঁছল চেন্নাই। দিল্লির বিরুদ্ধে গতকাল শুক্রবারের ম্যাচে দলের এই অনায়াস জয়ের কৃতিত্ব বোলারদের দিয়েছেন ধোনি।
টসে জিতে প্রথমে ফিল্ডিং নিয়ে দিল্লিতে ৯ উইকেটে ১৪৭ রানে বেঁধে রাখে চেন্নাই। এরপর ছয় উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই। আগামী রবিবার হায়দরাবাদে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে চেন্নাই।
ম্যাচের পর ধোনি বলেছেন, নিয়মিত উইকেট পাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। এর কৃতিত্ব বোলারদেরই। অধিনায়ক শুধু বলে দেন যে, কী করা প্রয়োজন। এরপর বোলাররা সেই প্রয়োজন বুঝে বোলিং করেন। এক্ষেত্রে পরিকল্পনা অনুযায়ী বোলিং করাটা কিন্তু খুবই কঠিন। চলতি মরশুমে আমাদের বোলিং বিভাগ দারুন পারফর্ম করেছে। ওপেনাররাই ম্যাচটা ফিনিস করে দিতে পারলে ভালো হত। প্রয়োজনীয় রানের হার প্রতি ওভারে ছয়ে নেমে আমার পর বড় শট খেলে আউট হওয়ার কোনও প্রয়োজনই ছিল না।
গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে ওঠার জন্য দলের ভূয়সী প্রশংসা করেছেন চেন্নাই অধিনায়ক।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement