এক্সপ্লোর
Advertisement
বিশ্বকাপ শিবিরে যোগ দিতে গেলেন ওয়ার্নার, সানরাইজার্স শিবির বলল, ‘তোমাকে মিস করব’
অস্ট্রেলিয়া দলের বিশ্বকাপ প্রস্তুতি শিবিরে যোগ দিয়ে গেলেন ডেভিড ওয়ার্নার। চলতি আইপিএলে আর ওয়ার্নার খেলবেন না সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। দলের প্লেয়ার ও সাপোর্ট স্টাফরা বললেন, তাঁরা ওয়ার্নারকে মিস করবেন।
মুম্বই: অস্ট্রেলিয়া দলের বিশ্বকাপ প্রস্তুতি শিবিরে যোগ দিয়ে গেলেন ডেভিড ওয়ার্নার। চলতি আইপিএলে আর ওয়ার্নার খেলবেন না সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। দলের প্লেয়ার ও সাপোর্ট স্টাফরা বললেন, তাঁরা ওয়ার্নারকে মিস করবেন।
বল বিকৃতিকাণ্ডে এক বছরের নির্বাসনের পর সম্প্রতি প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটেছে ওয়ার্নারের। অস্ট্রেলিয়ার ১৫ জনের বিশ্বকাপ দলে নাম রয়েছে তাঁর।
নিজের ট্যুইটার হ্যান্ডেলে বিধ্বংসী ওপেনার লিখেছেন, শুধু এবারের জন্যই নয়, গত বছরও সানরাইজার্স পরিবারের যে সমর্থন পেয়েছি, তার জন্য কোনও কৃতজ্ঞতাই যথেষ্ট নয়। অপেক্ষাটা দীর্ঘ সময়ের ছিল, কিন্তু এটা একটা দুর্দান্ত প্রত্যাবর্তন।
এবারের আইপিএলে সবচেয়ে বেশি রান ওয়ার্নারের। চলতি আইপিএলে ৬৯২ রান করেছেন তিনি।
এসআএইচ-এর আফগান স্পিনার রশিদ খান ট্যুইট করে বলেছেন, দলে ওয়ার্নারের অভাব অনুভব করবেন তিনি। রশিদ লিখেছেন, তোমার যাত্রা নিরাপদ হোক। তোমার সঙ্গে আবার খেলতে পারাটা দারুণ আনন্দের ব্যাপার। তোমাকে খুব মিস করব। বিশ্বকাপে ফের দেখা হবে।
সানরাইজার্সের হেড কোচ টম মুডি ওয়ার্নারের ভূয়সী প্রশংসা করেছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement