এক্সপ্লোর
পঞ্জাবের কাছে হারের পর এবার স্লো ওভার রেটের কারণে জরিমানা আরসিবি অধিনায়ক বিরাট কোহলির
আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে হেরে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শুধু হারই নয়, এই ম্যাচে স্লো ওভার রেটের জন্য জরিমানাও গুণতে হবে আরসিবি অধিনায়ক বিরাট কোহলিকে।

নয়াদিল্লি: আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে হেরে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শুধু হারই নয়, এই ম্যাচে স্লো ওভার রেটের জন্য জরিমানাও গুণতে হবে আরসিবি অধিনায়ক বিরাট কোহলিকে। স্লো অভার রেটের জন্য ১২ লক্ষ টাকা জরিমানা হয়েছে। গতকালের ওই ম্যাচে ৯৭ রানে হেরেছে আরসিবি। ম্যাচে নিষ্প্রভ দেখিয়েছে কোহলিকে। ২০০-র ওপরে রান তাড়া করতে গিয়ে চেজ মাস্টার কোহলিকে চেনা ছন্দে দেখা যায়নি। দল পরিচালনা নিয়েও প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। তার ওপর কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক কেএল রাহুল ক্যাচ দুবার ফস্কান তিনি। এর মাশুল দিতে হয় দলকে। রাহুল শতরান করেন এবং দলের মোট রান ২০০-র গণ্ডি পার করে দেন। সবমিলিয়ে দিনটা কোনওভাবেই ছিল না কোহলির। তার ওপর স্লো ওভার রেটের কারণে জরিমানার মুখে পড়তে হল তাঁকে। আইপিএলের পক্ষ থেকে প্রেস বিবৃতিতে বলা হয়েছে, চলতি সিজনে আরসিবি-র এটা প্রথম ভুল। আইপিএলের আচরণ বিধি অনুসারে এজন্য ন্যুনতম ওভার রেট বজায় না থাকার জন্য কোহলিকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হল। রাহুল ৬৯ বলে অপরাজিত ১৩২ রান করেন। ১৭ ওভারে রাহুল যখব ৮৩ রানে ব্যাট করছিলেন, তখন তাঁর ক্যাচ ধরতে পারেননি কোহলি। এর পরের ওভারেই ফের রাহুলের ক্যাচ হাতছাড়া করেন আরসিবি অধিনায়ক। ওই সময় রাহুল ৮৯ রানে ব্যাট করছিলেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















