এক্সপ্লোর
Advertisement
আইপিএল-এ মাঝ মরসুমে দলবদল, দেখে নিন কে কোন দলে যেতে পারেন
চলতি আইপিএল-এ সব দলেরই সাতটি করে ম্যাচ হয়ে গেলে তারপর দলবদল শুরু হবে।
দুবাই: সংযুক্ত আরব আমিরশাহিতে চলছে আইপিএল। গতকাল পর্যন্ত ২৩টি ম্যাচ হয়ে গিয়েছে। আজ ২৪ ও ২৫ নম্বর ম্যাচ। মরসুমের প্রায় অর্ধেক কেটে গিয়েছে। এবার মাঝ মরসুমে দলবদল শুরু হতে চলেছে। এমন অনেক ভারতীয় ও বিদেশি ক্রিকেটার আছেন, যাঁরা খেলার সুযোগ পাচ্ছেন না। অন্য দলগুলি তাঁদের নেওয়ার বিষয়ে আগ্রহ দেখাতে পারে। ফলে আইপিএল চলাকালীন দলবদলও আকর্ষণীয় হতে চলেছে।
চলতি আইপিএল-এ সব দলেরই সাতটি করে ম্যাচ হয়ে গেলে তারপর দলবদল শুরু হবে। গত মরসুমে নিয়ম ছিল, যে আনক্যাপড ক্রিকেটাররা দু’টির বেশি ম্যাচ খেলেননি, শুধু তাঁরাই অন্য দলে যোগ দিতে পারবেন। তবে এবার সেই নিয়মে বদল আনা হয়েছে। ভারতীয় ও বিদেশি ক্যাপড ক্রিকেটাররাও অন্য দলে যোগ দিতে পারবেন।
কলকাতা নাইট রাইডার্স থেকে অন্য দলে যোগ দিতে পারবেন টম ব্যান্টন, নিখিল নায়েক, প্রসিদ্ধ কৃষ্ণ, রিঙ্কু সিংহ, সন্দীপ ওয়ারিয়র, সিদ্ধেশ লাড, ক্রিস গ্রিন ও লকি ফার্গুসন।
মুম্বই ইন্ডিয়ান্স থেকে অন্য দলে যোগ দিতে পারবেন আদিত্য তারে, অনুকূল রায়, মিচেল ম্যাকক্লেনাঘান, ক্রিস লিন, নাথান কুল্টার-নাইল, সৌরভ তিওয়ারি, মহসিন খান, দিগ্বিজয় দেশমুখ, প্রিন্স বলবন্ত রাই, ধবল কুলকার্ণি, জয়ন্ত যাদব, শেরফ্যান রাদারফোর্ড ও আনমোলপ্রীত সিংহ।
চেন্নাই সুপার কিংস থেকে অন্য দলে যোগ দিতে পারবেন কে এম আসিফ, ইমরান তাহির, নারায়ণ জগদিশন, কর্ণ শর্মা, মিচেল স্যান্টনার, মনু কুমার, রুতুরাজ গায়কোয়াড়, শার্দুল ঠাকুর, আর সাই কিশোর ও জোশ হ্যাজেলউড।
দিল্লি ক্যাপিটালস থেকে অন্য দলে যেতে পারবেন অজিঙ্কা রাহানে, কিমো পল, সন্দীপ ল্যামিছানে, অ্যালেক্স ক্যারি, আবেশ খান, হর্ষল পটেল, ইশান্ত শর্মা, ললিত যাদব ও ড্যানিয়েল স্যামস, তুষার দেশপাণ্ডে ও মোহিত শর্মা।
সানরাইজার্স হায়দরাবাদ থেকে অন্য দলে যোগ দিতে পারবেন শ্রীবৎস গোস্বামী, ঋদ্ধিমান সাহা, সিদ্ধার্থ কউল, বিজয় শঙ্কর, বিরাট সিংহ, ভবঙ্ক সন্দীপ, ফ্যাবিয়েন অ্যালেন, সঞ্জয় যাদব, বাসিল থাম্পি, বিলি স্ট্যানলেক, মহম্মদ নবি, সন্দীপ শর্মা ও শাহবাজ নাদিম।
কিংস ইলেভেন পঞ্জাব থেকে অন্য দলে যোগ দিতে পারবেন ক্রিস গেইল, মুজিব উর রহমান, মুরুগান অশ্বিন, দীপক হুডা, ইশান পোড়েল, ক্রিস জর্ডন, সিমরন সিংহ, তাজিন্দর সিংহ, আর্শদীপ সিংহ, দর্শন নালখাণ্ডে, কৃষ্ণাপ্পা গৌতম, হার্ডাস ভিলিয়ন, হরপ্রীত ব্রার, জগদিশা সুচিৎ ও মনদীপ সিংহ।
রাজস্থান রয়্যালস থেকে অন্য দলে যোগ দিতে পারবেন বরুণ অ্যারন, কার্তিক ত্যাগী, ওশানে টমাস, অনিরুদ্ধ জোশী, অ্যান্ড্রু টাই, আকাশ সিংহ, অনুজ রাওয়াত, যশস্বী জয়সোয়াল, ময়ঙ্ক মার্কণ্ডে, অঙ্কিত রাজপুত, মনন ভোরা, মহীপাল লোমরর, শশাঙ্ক সিংহ ও ডেভিড মিলার।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর থেকে অন্য দলে যোগ দিতে পারবেন জোশ ফিলিপ্পে, ক্রিস মরিস, ডেল স্টেইন, শাহবাজ আহমেদ, পবন দেশপাণ্ডে, অ্যাডাম জাম্পা, গুরকিরত সিংহ মান, মইন আলি, মহম্মদ সিরাজ, পার্থিব পটেল, পবন নেগি ও উমেশ যাদব।
ক্রিকেটমহলে খবর, চেন্নাই সুপার কিংস থেকে কিংস ইলেভেন পঞ্জাবে যেতে পারেন মিচেল স্যান্টনার। সানরাইজার্স হায়দরাবাদ থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বা কিংস ইলেভেন পঞ্জাবে যোগ দিতে পারেন বিলি স্ট্যানলেক।
মুম্বই ইন্ডিয়ান্স থেকে কিংস ইলেভেন পঞ্জাব বা রাজস্থান রয়্যালসে যোগ দিতে পারেন মিচেল ম্যাকক্লেনাঘান। রাজস্থান রয়্যালস থেকে চেন্নাই সুপার কিংসে যোগ দিতে পারেন ডেভিড মিলার। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর থেকে রাজস্থান রয়্যালস বা কিংস ইলেভেন পঞ্জাবে যেতে পারেন ডেল স্টেইন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement