এক্সপ্লোর
করোনা প্রতিরোধে সব ধরনের সুরক্ষামূলক ব্যবস্থা, নির্ধারিত সূচী মেনেই হবে আইপিএল, জানালেন সৌরভ
করোনাভাইরাসের আঁচ পৌঁছেছে ভারতেও। এরইমধ্যে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সাফ জানিয়েছেন, নির্ধারিত সূচী মেনেই হবে আসন্ন আইপিএল। আগামী ২৯ মার্চ শুরু হচ্ছে ১৩ তম আইপিএল। টুর্নামেন্ট যাতে মসৃণভাবে সম্পন্ন হয়, বোর্ড সেজন্য সব ধরনের প্রয়াস নিয়েছে বলে জানিয়েছেন সৌরভ।

নয়াদিল্লি: করোনাভাইরাসের আঁচ পৌঁছেছে ভারতেও। এরইমধ্যে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সাফ জানিয়েছেন, নির্ধারিত সূচী মেনেই হবে আসন্ন আইপিএল। আগামী ২৯ মার্চ শুরু হচ্ছে ১৩ তম আইপিএল। টুর্নামেন্ট যাতে মসৃণভাবে সম্পন্ন হয়, বোর্ড সেজন্য সব ধরনের প্রয়াস নিয়েছে বলে জানিয়েছেন সৌরভ। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মোকাবিলা বোর্ড কীভাবে করবে, এই প্রশ্নের জবাবে সৌরভ বলেছেন, নির্ধারিত সূচী মেনেই হবে আইপিএল। বোর্ড সব ধরনের সুরক্ষামূলক ব্যবস্থা নেবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে বোর্ডের এক পদস্থ আধিকারিককে উদ্ধৃত করে জানানো হয়েছে যে, সরকারের সুপারিশ অনুযায়ী সতর্কতামূলক নির্দেশিকা গ্রহণ করবে এবং তা প্লেয়ার, ফ্র্যাঞ্চাইজি, বিমান পরিবহন সংস্থা, টিম হোটেল, সম্প্রচারের কাজে নিযুক্ত কর্মী সহ সংশ্লিষ্ট সকল পক্ষ ও টুর্নামেন্টের সঙ্গে যুক্ত সকলের কাছে পাঠিয়ে দেবে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বোর্ড প্লেয়ারদের অনুরাগীদের সঙ্গে করমর্দন না করার পরামর্শ দিতে পারে। নিজেদের ছাড়া অন্য কোনও ডিভাইস থেকে ছবি তুলতেও প্লেয়ারদের মানা করা হতে পারে। করোনাভাইরাসের আতঙ্কে বিশ্বে অনেক ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ হয়েছে বা স্থগিত রাখা হয়েছে। চলতি বছরের জুলাই-আগস্টে জাপানের টোকিওতে অলিম্পিকের আসর ঘিরেও আশঙ্কার মেঘ দানা বেঁধেছে। এবারের আইপিএলের প্রথম ম্যাচে ২৯ মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস খেলবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















