এক্সপ্লোর
Advertisement
কাল প্রকাশিত হবে আইপিএল-এর সূচি, জানালেন ব্রিজেশ পটেল
এ মাসের ১৯ তারিখ থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। চলবে ১০ নভেম্বর পর্যন্ত।
নয়াদিল্লি: আগামীকাল প্রকাশিত হবে এবারের আইপিএল-এর সূচি। এমনই জানালেন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ পটেল। এ মাসের ১৯ তারিখ থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। চলবে ১০ নভেম্বর পর্যন্ত। ভারতীয় সময় অনুযায়ী, বিকেল তিনটে এবং সন্ধে সাড়ে সাতটা থেকে শুরু হবে খেলা। তবে পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত না হওয়া পর্যন্ত এ বিষয়ে সরকারিভাবে কিছু বলা যাচ্ছে না।
এর আগে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, গতকাল প্রকাশিত হবে আইপিএল-এর সূচি। কিন্তু শেষপর্যন্ত সেটা হয়নি। এখনও প্রকাশিত হয়নি সূচি। চেন্নাই সুপার কিংসের বেশ কয়েকজন করোনা আক্রান্ত হওয়ায় ধোনিরা কবে মাঠে নামবেন, সেটা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ক্রিকেটমহলের ধারণা, সেই কারণেই হয়তো আইপিএল-এর সূচি প্রকাশ করার ক্ষেত্রে বিলম্ব হচ্ছে। সব দলই সূচি হাতে পাওয়ার অপেক্ষায়।
এখনও পর্যন্ত ঠিক আছে, সংযুক্ত আরব আমিরশাহিতে এই প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ হবে ১৯ সেপ্টেম্বর এবং ফাইনাল ১০ নভেম্বর। এবারের আইপিএল-এ মোট ৫৬টি ম্যাচ হওয়ার কথা রয়েছে। দুবাই ও আবু ধাবিতে হবে ২১টি করে ম্যাচ। শারজায় হবে ১৪টি ম্যাচ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement