IPL 2021: চোটের জন্য আইপিএলে খেলতে না পারলেও পুরো বেতনই পাবেন শ্রেয়স, কেন জানেন?
দিল্লি ক্যাপিটালসের সঙ্গে শ্রেয়স আয়ারের বার্ষিক চুক্তি সাত কোটি টাকার। আইপিএলের নিয়ম অনুসারে, দিল্লি ক্যাপিটালস চুক্তির পুরো অর্থই শ্রেয়স আয়ারকে দেবে। শ্রেয়স আয়ারের কাঁধের অস্ত্রোপচার আগামী ৮ এপ্রিল হবে।
![IPL 2021: চোটের জন্য আইপিএলে খেলতে না পারলেও পুরো বেতনই পাবেন শ্রেয়স, কেন জানেন? IPL 2021 Delhi Capitals Shreyas Iyer To Receive His Full Salary INR 7 Crores Due To BCCI Rule IPL 2021: চোটের জন্য আইপিএলে খেলতে না পারলেও পুরো বেতনই পাবেন শ্রেয়স, কেন জানেন?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/05/7777294dfd8301aa5f5f03e5a1bf02f2_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৪ তম সিজনে দিল্লি ক্যাপিটালসের নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে চোট পাওয়ায় আইপিএলে খেলতে পারবেন না শ্রেয়স আয়ার। সেজন্যই দিল্লি ক্যাপিটালস পন্থকে তাঁর জায়গায় অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে। তবে ১৪ তম আইপিএলে না খেললেও আর্থিক লোকসানের মুখে পড়তে হবে না আয়ারকে। দিল্লি ক্যাপিটালস এই সিজনের পুরো ফি-ই তাঁকে দেবে।
দিল্লি ক্যাপিটালসের সঙ্গে শ্রেয়স আয়ারের বার্ষিক চুক্তি সাত কোটি টাকার। আইপিএলের নিয়ম অনুসারে, দিল্লি ক্যাপিটালস চুক্তির পুরো অর্থই শ্রেয়স আয়ারকে দেবে। শ্রেয়স আয়ারের কাঁধের অস্ত্রোপচার আগামী ৮ এপ্রিল হবে।
বিসিবিআই-এর বিমা নীতি অনুযায়ী, শ্রেয়স আয়ার তাঁর পুরো বেতনই পাবেন। বিসিসিআই ২০১১-তে নিয়ম চালু করেছিল যে, বোর্ডের চুক্তির আওতায় থাকা কোনও খেলোয়াড় চোটের কারণে আইপিএলের বাইরে চলে গেলে তাঁকে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি পুরো বেতনই দেবে।
বিসিসিআই-এর এই নিয়মের সুবিধা পাবেন শ্রেয়স আয়ার
ভারতীয় দলের হয়ে খেলার সময় চোট পেয়েছিলেন শ্রেয়স আয়ার। এজন্য বিসিসিআইয়ের নিয়মের সুবিধা পাবেন তিনি। বোর্ডের চুক্তির বাইরে থাকা খেলোয়াড়রা এই নিয়মের সুবিধা পাবেন না।
উল্লেখ্য, শ্রেয়স আয়ারের নেতৃত্বে গত আইপিএলে দুরন্ত পারফর্ম করেছিল দিল্লি ক্যাপিটালস। প্রথমবার তারা আইপিএলের ফাইনালে পৌঁছতে পেরেছিল। যদিও শেষপর্যন্ত ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে যায় দিল্লি ক্যাপিটালস। ২০২০-র আইপিএলে শ্রেয়স ৫১৯ রান করেন। এখনও পর্যন্ত আইপিএলে ৭৯ ম্যাচে ২২০০ রান করেছেন তিনি।
আগামী ৯ এপ্রিল শুরু হচ্ছে এবারের আইপিএল। গত মরশুমে করোনাভাইরাস সংক্রমণজনিত কারণে ভারতে আইপিএলের আয়োজন ঘিরে সংশয় দেখা দিয়েছিল। শেষপর্যন্ত নির্ধারিত সময়ে আয়োজিত হতে পারেনি আইপিএল। পরে সংযুক্ত আরব আমিরশাহীতে বসেছিল আইপিএলের আসর। মরুদেশে আইপিএলে শুরু থেকেই চমৎকার পারফরম্যান্স মেলে ধরেছিল দিল্লি ক্যাপিটালস। এবার পন্থের নেতৃত্বে তারা কতটা ভালো ফল করতে পারে, সেদিকেই তাকিয়ে দিল্লি ক্যাপিটালসের সমর্থকরা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)