IPL 2021: ফিট শুভমন, আইপিএলের দ্বিতীয় পর্বের আগে চাপ কমল নাইটদের
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতকে। সেই ম্যাচেই পায়ে চোট পেয়েছিলেন গিল। তবে তিনি ফিট হয়ে ফের মাঠে ফিরতে চলেছেন।
মুম্বই: চোট সারিয়ে মাঠে ফিরতে চলেছেন শুভমন গিল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পরই দেশে ফিরে আসতে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা এই তরুণ ওপেনারকে। প্রথমে আশঙ্কা করা হয়েছিল যে আইপিএলের দ্বিতীয় পর্বেও প্রথম দিকে হয়ত পাওয়া যাবে না গিলকে। কিন্তু ভাল খবর যে, শুভমন পুরোপুরি ফিট হয়ে উঠেছেন প্রায়। আর তাঁকে আমিরশাহিতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা আইপিএলের দ্বিতীয় পর্বের প্রথম থেকেই পেতে পারে নাইট রাইডার্স।
বিসিসিআই সূত্রের খবর, ২ সপ্তাহের জন্য ব্যাঙ্গালোরে এনসিএতে রিহ্যাবে শুভমন। সেখান থেকেই আইপিএল খেলার উদ্দেশে রওনা দেবেন আমিরশাহিতে। কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর বলেন, 'আমি আশাবাদী যে শুভমনকে আমরা আইপিএলের দ্বিতীয় পর্বে পাব।' পঞ্জাব তরুণকে পেলে কলকাতা নাইট রাইাডার্সও দ্বিতীয় লেগের আগে বেশ শক্তিশালী হয়ে উঠবে।
ইংল্যান্ড থেকে ফেরার পরই কিছুদিন বিশ্রামে ছিলেন গিল। এরপর চলতি মাসের শুরু থেকেই ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে প্রস্তুতি শুরু দিয়েছেন। সূত্র মারফৎ জানানো হয়েছে, 'শুভমন এখন আর ব্যথা অনুভব করছে না। ওর ওয়ার্কলোডও বেড়েছে। সপ্তাহে ২-৩দিন করে জগিংও করছে শুভমন।'
উল্লেখ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতকে। সেই ম্যাচেই পায়ে চোট পেয়েছিলেন গিল। এরপর থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল যে ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে যাওয়ার পথে হয়ত শুভমন। সেই আশঙ্কাই সত্যি হয়েছিল। এদিকে কলকাতা নাইট রাইডার্স শিবিরও টুর্নামেন্টের পরবর্তী পর্বের জন্য নীল নকশা তৈরি করে ফেলেছে।
আইপিএলের পরবর্তী অংশ হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। তিনটি শহরে হবে ম্যাচ। দুবাই, আবু ধাবি ও শারজা। কেকেআর তাদের শিবির করবে আবু ধাবিতে। তবে তারা দুবাই হয়ে মরুদেশে পৌঁছনোর সিদ্ধান্ত নিয়েছে। কেন?
কারণ, নিভৃতবাসের নিয়ম। কেকেআর শিবিরে খোঁজ নিয়ে জানা গেল যে, করোনা পরিস্থিতিতে আবু ধাবিতে কোয়ারেন্টিন নিয়ম নিয়ে বেশ কড়াকড় রয়েছে। বিশেষ করে বিদেশ থেকে কেউ সরাসরি আবু ধাবি পৌঁছলে ১৪ দিনের কঠোর কোয়ারেন্টিন মেনে চলতেই হবে। কিন্তু দুবাইয়ে সেই তুলনায় কিছু ছাড় রয়েছে। ভিন দেশ থেকে কেউ দুবাই গেলে ৭ দিনের কোয়ারেন্টিন করলেই হবে। সেই কারণে নাইট শিবিরে সিদ্ধান্ত হয়েছে যে, মুম্বই থেকে প্রথমে দুবাই যাওয়া হবে। সেখানে সাত দিনের কোয়ারেন্টিন পর্ব কাটিয়ে অষ্টম দিন আবু ধাবি যাওয়া হবে। তাতে করোনার কড়াকড়ি থেকে কিছুটা হলেও ছাড় পাবেন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা।