Nitish Rana tests Negative: নাইটদের স্বস্তি, করোনা নেগেটিভ নীতীশ রানা !
কেকেআরের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে নীতীশ রানার ৷
মুম্বই: টুর্নামেন্ট শুরু হতে আর মাত্র ৮ দিন বাকি ৷ প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররাই এখন জোরকদমে প্রস্তুতিতে নেমে পড়েছেন ৷ পশ্চিমবঙ্গ, তামিলনাডু-সহ বিভিন্ন রাজ্যে ভোট থাকলেও আইপিএল শুরুর অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রিকেটপ্রেমীরা ৷ এরই মধ্যে চিন্তা বাড়িয়েছিল একটি খবর ৷ তা হল কেকেআর তারকা নীতীশ রানা করোনা পজিটিভ ৷ তবে ফ্র্যাঞ্চাইজির তরফেই এরপর দেওয়া হল স্বস্তির খবর ৷ কেকেআরের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে নীতীশ রানার ৷ অল্প কয়েকদিনের মধ্যেই দলের সঙ্গে ট্রেনিং সেশনে নেমে পড়বেন তিনি ৷ তবে রানা করোনা নেগেটিভ হলেও করোনা পরিস্থিতিতে দেশের মাটিতে আইপিএল কতটা সফলভাবে আয়োজন সম্ভব ৷ তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷
সূত্রের খবর, করোনা আক্রান্ত নীতীশ রানাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। কোভিড ১৯-এর মৃদু সংক্রমণ থাকায় কেকেআর ক্রিকেটারের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেও জানানো হয়েছে। সংবাদসংস্থা সূত্রে খবর, কিছুদিন আগেই গোয়ায় ছুটি কাটাতে গিয়েছিলেন রানা ৷ এরপরই তিনি মুম্বইয়ে কেকেআর শিবিরের সঙ্গে যোগ দেন ৷
আসন্ন আইপিএলে ঘরের মাঠে খেলার সুবিধা পাবে না কোনও দলই। নিরপেক্ষ মাঠে খেলতে হবে সব দলকে। বিসিসিআইয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের উপদেষ্টা ভেঙ্কি মাইসোর। তবে এক শহর থেকে আর এক শহরে খেলতে যাওয়াটা চিন্তায় রাখছে তাঁকে। কেকেআর এবার প্লে-অফে পৌঁছলে এই চিন্তা আরও বাড়বে ভেঙ্কির। কারণ তখন আরও একবার শহর বদল করতে হবে তাঁদের। যেতে হবে আমেদাবাদে। ভেঙ্কি মাইসোর জানিয়েছেন, ‘‘গত বছর একটুর জন্য আমরা প্লে-অফে যেতে পারিনি। তবে আমরা সবসময়ই প্লে-অফের লড়াইয়ে ছিলাম। আশা করব আমাদের তারকা ক্রিকেটাররা এই লম্বা প্রতিযোগিতায় ভাল খেলবে আর আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারব।’’