KKR Vs MI, Innings Highlights: হাতে ৬ উইকেট, ৩০ বলে দরকার ছিল ৩১, হেরেই গেল কেকেআর!
ক্রিকেট ঈশ্বর হয়তো তখন আড়ালে হাসছিলেন। কারণ, পরের ৩০ বলে কেকেআর তুলল ২০ রান!
চেন্নাই: মুম্বইয়ের সঙ্গে ম্যাচ থাকলেই যেন এক অদৃশ্য অভিশাপ ঘিরে ধরে কলকাতা নাইট রাইডার্স শিবিরকে। যে শাপমোচন ঘটল না মঙ্গলবারও। জেতা ম্যাচে দিগভ্রষ্ট হয়ে হেরেই বসল কেকেআর। যে হার থেকে শান্ত থাকতে পারলেন না কেকেআর মালিক শাহরুখ খানও।
মুম্বইয়ের ১৫২ তাড়া করতে নেমে তখন কেকেআরের ম্যাচ জিততে দরকার আর ৩১ রান। হাতে রয়েছে ৬ উইকেট। মুম্বই ইন্ডিয়ান্স ক্রিকেটারদের কাঁধ যেন ঝুলে পড়েছে। সকলেই ধরে নিয়েছেন যে, মুম্বইয়ের বিরুদ্ধে হতশ্রী রেকর্ড কিছুটা হলেও উন্নত করতে পারবে কেকেআর।
ক্রিকেট ঈশ্বর হয়তো তখন আড়ালে হাসছিলেন। কারণ, পরের ৩০ বলে কেকেআর তুলল ২০ রান! হারাল তিনটি উইকেট। জেতা ম্যাচ মুম্বইয়ের কাছে ১০ রানে হেরেই বসল কেকেআর। ১৪২/ ৭ স্কোরে আটকে গেলেন অইন মর্গ্যানরা। যে হারের পর নাইট শিবিরে শ্মশানের স্তব্ধতা। কেউই যেন এই হারের ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না।
শেষ ৩ ওভারে কেকেআর তুলল মোটে ১১ রান। ১৮তম ওভারে ক্রুণা্ল পাণ্ড্য দিলেন ৩ রান। ১৯তম ওভারে মুম্বইয়ের সেরা বোলার যশপ্রীত বুমরা খরচ করলেন ৪ রান। শেষ ওভারে প্রবল চাপের মুখে মাথা ঠাণ্ডা রেখে মাত্র ৪ রান খরচ করলেন ট্রেন্ট বোল্ট। রোহিতের মুম্বই ফের একবার প্রমাণ করে দিল, কেন আইপিএলে তাঁরা অপ্রতিরোধ্য। কেন তাঁদের নামের পাশে পাঁচটা ট্রফি জ্বলজ্বল করছে।
সেই মুম্বই কাঁটায় বিদ্ধ কেকেআর, রোহিতরা জয়ী ১০ রানে
ম্যাচ হেরে কেকেআর অধিনায়ক অইন মর্গ্যান বলেছেন, 'খুব হতাশাজনক পরাজয়। একটা সময় পর্যন্ত আমরা ভাল জায়গায় ছিলাম। তবে মুম্বই শক্তিশালী দল। রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়েছিল। তারপর কয়েকটা ভুল হয়ে গেল। সকলের সঙ্গে আলোচনা করে সেগুলো ঠিক করে নিতে হবে।' মুম্বই অধিনায়ক রোহিত শর্মা বলছেন, 'দলের প্রত্যেকে দারুণ লড়াই করে ঘুরে দাঁড়িয়েছে। এরকম ম্যাচ বড় একটা দেখা যায় না। অনেক আত্মবিশ্বাস পেলাম এই ম্য়াচটা জিতে।'