(Source: ECI/ABP News/ABP Majha)
লালে জুড়ল সোনালি আভা, নতুন জার্সি প্রকাশ করল পাঞ্জাব কিংস
১২ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আসন্ন আইপিএলের অভিযান শুরু করবে পাঞ্জাব কিংস।
মোহালি: নাম পরিবর্তনের পর এবার বদল জার্সিতেও। চোদ্দতম আইপিএলের প্রাক্কালে নতুন জার্সি প্রকাশ করল পাঞ্জাব কিংস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগের তেরোটি সংস্করণে প্রীতি জিন্টার মালিকানাধীন পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি খেলেছিল কিংস ইলেভেন পাঞ্জাব নামে। এবারে নিলামের টেবিলে বসার আগে অবশ্য নাম বদলে পাঞ্জাব কিংস করে তারা। চেনা লাল জার্সি বজায় রেখে সোনালি আভা যুক্ত হয়েছে তাদের নতুন জার্সিতে। জার্সির কাঁধ ও হাতের অংশে যুক্ত হয়েছে যে উজ্জ্বল সোনালি আভা। কিছুদিন আগেই সামনের মরশুমের জন্য নতুন জার্সি প্রকাশ করেছিল মুম্বই ইন্ডিয়ান্স।
আগের তেরোটি আইপিএলে কোনওবারই খেতাব ঘরে তুলতে পারেনি তারা। এবারে ফ্র্যাঞ্চাইজির নামবদল ও জার্সি বদলে ভাগ্য ফিরবে কি না, তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। ১২ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আসন্ন আইপিএলের অভিযান শুরু করবে পাঞ্জাব কিংস।
আগের ব্যর্থতা ঝেড়ে ফেলতে নতুনভাবে দলগঠন করেছে পাঞ্জাব কিংস। বিশ্বস্ত প্রাক্তন সেনানীদের ধরে রাখার পাশাপাশি নিলামের টেবিলে কার্যত ঝড় তুলে একঝাঁক নতুন মুখকে দলে সংযোজন করেছে অনিল কুম্বলের প্রশিক্ষণাধীন ফ্র্যাঞ্চাইজি। ঘরোয়া ক্রিকেটের মঞ্চে নজর কাড়া শাহরুখ খান, জলজ সাক্সেনাদের দলে অন্তর্ভুক্ত করেছে পাঞ্জাব কিংস। অস্ট্রেলিয়ার পেসার ঝাই রিচার্ডসনকে পেতে নিলামে বড় মূল্য খরচ করেছে তারা।
(আরও পড়ুন এবারের আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের নতুন জার্সি)
একঝলকে পাঞ্জাব কিংস স্কোয়াড-
দলে রেখে দেওয়া ক্রিকেটাররা-
কেএল রাহুল
ক্রিস গেইল
মায়াঙ্ক আগারওয়াল
মহম্মদ সামি
নিকোলাস পুরান
রবি বিষ্ণোই
মুরুগান অশ্বিন
সরফরাজ খান
ক্রিস জর্ডন
ইশান পোড়েল
অর্শদীপ সিংহ
দর্শন নালাকান্দে
হরপ্রীত ব্রার
প্রভসিমরণ সিংহ।
নিলামে যে ক্রিকেটারদের নেওয়া হয়েছে-
ঝাই রিচার্জসন (১৪ কোটি),
শাহরুখ খান (৫.২৫ কোটি),
ডেভিড মালান (১.৫ কোটি),
রিলে মেরেডিথ (৮ কোটি),
মোসেস হেনরিকস (৪.২০ কোটি),
জলজ সাক্সেনা (৩০ লক্ষ),
উৎকর্ষ সিংহ (২০ লক্ষ),
ফ্যাবিয়ান অ্যালান (৭৫ লক্ষ),
সৌরভ কুমার (২০ লক্ষ)।