IPL 2021: কনুইয়ে চোট রোহিতের, আইপিএল-এর আগে উদ্বেগে মুম্বই ইন্ডিয়ান্স
Injury of Rohit Sharma and Shreyas Iyer: রোহিতের পাশাপাশি গতকালের ম্যাচে চোট পান দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আয়ার।
পুণে: আইপিএল-এর আগে হঠাৎই মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মার চোট নিয়ে উদ্বেগ। গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে ব্যাটিং করার সময় মার্ক উডের বলে ডান কনুইয়ে চোট পান রোহিত। এরপর তিনি ফিল্ডিং করতে নামেননি। আজ তাঁর চোটের অবস্থা কেমন, সেটা জানা যাবে। ৯ এপ্রিল থেকে শুরু এবারের আইপিএল। প্রথম ম্যাচেই মাঠে নামছে মুম্বই। ফলে চিন্তায় আইপিএল-এর সফলতম ফ্র্যাঞ্চাইজি।
গতকাল ৪২ বলে ২৮ রান করেন রোহিত। তিনি চারটি বাউন্ডারি মারেন। কিন্তু চোট পাওয়ার পর তাঁকে দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছিল যন্ত্রণা হচ্ছে। ভারতীয় দলের ফিজিওকে দু’বার মাঠে আসতে হয়। আউট হয়ে যাওয়ার পর আর মাঠে নামেননি রোহিত। বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের তারকা ওপেনারকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজন হলে তাঁর স্ক্যান করানো হবে।
গতবারের আইপিএল চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোট পান রোহিত। এর জন্য তিনি পাঁচটি ম্যাচ খেলতে পারেননি। এবার দেশের মাটিতে আইপিএল। ফলে প্রথম থেকেই অধিনায়ককে চাইছে মুম্বই ইন্ডিয়ান্স। সেই কারণেই চোট নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আজ হয়তো বিসিসিআই-এর পক্ষ থেকে রোহিতের চোটের বিষয়ে কিছু জানানো হবে। শুক্রবার দ্বিতীয় একদিনের ম্যাচ। সেই ম্যাচে রোহিত খেলতে পারবেন কি না, সেটা হয়তো আজই জানা যাবে।
রোহিতের পাশাপাশি গতকালের ম্যাচে চোট পান দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আয়ার। ফিল্ডিং করার সময় তাঁর কাঁধের হাড় সরে যায়। তিনি চলতি সিরিজে তো খেলতে পারবেন না বটেই, এমনকী আইপিএল-এও অনিশ্চিত হয়ে পড়েছেন।
গতকাল ইংল্যান্ডের ইনিংসের অষ্টম ওভারে শার্দুল ঠাকুরের বলে জনি বেয়ারস্টোর মারা ড্রাইভ আটকানোর জন্য ঝাঁপান শ্রেয়স। তখনই চোট পান তিনি। এই ধরনের চোট সারতে সাধারণত এক মাস লাগে। কোনও কোনও ক্ষেত্রে অস্ত্রোপচারও করতে হয়। শ্রেয়সের ক্ষেত্রে কী হবে, সেটা এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, আইপিএল-এর প্রথম কয়েকটি ম্যাচে তাঁর পক্ষে খেলা সম্ভব হবে না।