IPL 2023: অনুশীলনে চোট, গুজরাতের বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে সিএসকের চিন্তা বাড়ালেন ধোনি
Chennai Super Kings: ইতিমধ্যেই চোটের কারণে টুর্নামেন্টের আগে সিএসকের দুই ফাস্ট বোলার মুকেশ চৌধুরী ও কাইল জেমিসন ছিটকে গিয়েছেন।
আমদাবাদ: আজ থেকেই শুরু হতে চলেছে আইপিএলের (IPL 2023) ১৬তম সংস্করণ। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই গত বারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের মুখোমুখি হতে চলেছে চার বারের খেতাবজয়ী দল চেন্নাই সুপার কিংস (,GT vs CSK)। গত মরসুমের হতাশা ঝেড়ে ফেলে আবারও খেতাব জয়ের আশায় সিএসকে। তবে ম্যাচের আগেই সিএসকে শিবিরে অশনি সঙ্কেত। ইতিমধ্যেই পিঠে স্ট্রেস ফ্র্যাকচারের জন্য গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন দলের অন্যতম সেরা পেসার মুকেশ চৌধুরী। এবার মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) ফিটনেস নিয়েও উঠছে প্রশ্ন।
অনুশীলনে চোট
রিপোর্ট অনুযায়ী, ধোনি সিএসকের অনুশীলনে চোট পেয়েছেন। চেন্নাইয়ে সিএসকের অনুশীলনের বাম হাঁটুতে চোট পান ধোনি। এই চোটের কারণে আইপিএলের প্রথম ম্যাচের আগের দিন, বৃহস্পতিবার অনুশীলনই করেননি ধোনি। তবে ধোনির চোটের এই বিষয়টি সম্পর্কে দলের সিইও কাশী বিশ্বনাথন বিন্দুমাত্র অবগত নন। তিনি বলেন, 'অধিনায়ক ধোনি এই ম্যাচে যে খেলবে তা ১০০ শতাংশ নিশ্চিত। আমার কাছে অন্য কোনওকম খবর এখনও আসেনি।' ধোনি না খেললে কে সিএসকেকে নেতৃত্ব দেবেন সেই নিয়েও রয়েছে প্রশ্নচিহ্ন।
প্রসঙ্গত, পিঠের চোটের জন্য আগেই ছিটকে গিয়েছেন নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসন। এবার ছিটকে গেলেন পেসার মুকেশ চৌধুরীও। গত আইপিএলে যিনি বল হাতে নজর কেড়ে নিয়েছিলেন। মুকেশের পরিবর্তে আকাশ সিংহকে নিয়েছে সিএসকে। মিনি অকশনে যিনি অবিক্রিত ছিলেন। তাঁকে ন্যূনতম দাম ২০ লক্ষ টাকাতে নিয়েছে সিএসকে। আবার বেন স্টোকস ম্যাচ খেললেও তিনি বল করার মতো ফিট নন, তাই তাঁকে বাধ্য হয়েই বিশেষজ্ঞ ব্যাটার হিসাবেই খেলাতে হবে। সবমিলিয়ে মরসুম শুরুর আগেই বেশ চাপে সিএসকের হলুদ ব্রিগেড।
প্রথম জয়ের সুযোগ
অপরদিকে, প্রথম ম্যাচে তাঁদের প্রতিপক্ষ গুজরাত টাইটান্স শিবিরে কোনও চোট আঘাত নেই। ক্রিকেটারেরা সকলেই ফিট। অবশ্য ডেভিড মিলারকে প্রথম ম্যাচে পাচ্ছে না গুজরাত। দক্ষিণ আফ্রিকার জার্সিতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে সিরিজ খেলবেন বলে তিনি ৩ এপ্রিলের আগে হার্দিকদের শিবিরে যোগ দিতে পারবেন না। আয়ার্ল্যান্ডের পেসার জশ লিটল পাকিস্তান সুপার লিগে খেলতে না পারলেও গুজরাত শিবিরে যোগ দিয়েছেন। চোট আঘাতের সমস্যা পিছনে ফেলে সিএসকে গুজরাতকে হারাতে পারে কি না, সেটাই দেখার। গত মরসুমে কিন্তু দুই ম্যাচেই গুজরাতের বিরুদ্ধে পরাজিত হয়েছিল হলুদ ব্রিগেড।
আরও পড়ুন: আমদাবাদে আইপিএলে কে করেছেন সর্বাধিক রান? সেরা বোলিং পারফরম্যান্সই বা কার? রেকর্ডের খতিয়ান