Ben Stokes: ১৬ কোটি ২৫ লক্ষ টাকার তারকাকে নিয়ে উদ্বিগ্ন ধোনিদের দল, আজ খেলবেন স্টোকস?
CSK 2023: চোটের জন্য আগের ম্যাচে মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কি স্টোকস খেলবেন?
![Ben Stokes: ১৬ কোটি ২৫ লক্ষ টাকার তারকাকে নিয়ে উদ্বিগ্ন ধোনিদের দল, আজ খেলবেন স্টোকস? IPL 2023: Chennai Super Kings in dilemma over Ben Stokes, England all rounder likely to miss match against Rajasthan Royals Ben Stokes: ১৬ কোটি ২৫ লক্ষ টাকার তারকাকে নিয়ে উদ্বিগ্ন ধোনিদের দল, আজ খেলবেন স্টোকস?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/12/742902c59f79529c82abdf3be374d17b168130079265250_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
চেন্নাই: নিলামে তাঁর ন্যূনতম দর ছিল ২ কোটি টাকা। অনেক দর কষাকষি করে তাঁকে ১৬ কোটি ২৫ লক্ষ টাকায় কেনে চেন্নাই সুপার কিংস (CSK)। কিন্তু চলতি আইপিএলে দুটি ম্যাচ খেলেছেন বেন স্টোকস (Ben Stokes)। দুই ম্যাচেই তিনি ব্যর্থ। ব্যাটে করেছেন মাত্র ১৫ রান। বল হাতে কোনও উইকেট পাননি। চোটের জন্য আগের ম্যাচে মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কি স্টোকস খেলবেন?
পায়ের আঙুলে চোটের জন্য মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলেননি স্টোকস। ইংরেজ অলরাউন্ডার একার হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। কিন্তু রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তাঁকে সম্ভবত পাচ্ছে না মহেন্দ্র সিংহ ধোনির দল। সিএসকে অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা জানিয়েছেন, পায়ের বুড়ো আঙুলে চোট রয়েছে স্টোকসের। তাঁর সেরে উঠতে আরও ৪-৫ দিন সময় লাগবে। লম্বা টুর্নামেন্টের কথা মাথায় রেখে স্টোকসকে নিয়ে তাড়াহুড়ো করতে চায় না সিএসকে।
নজিরের সামনে ধোনি
রাজস্থানের বিরুদ্ধে আজ মাঠে নামলেই এক নতুন রেকর্ড গড়বেন মহেন্দ্র সিংহ ধোনি। এখনও পর্যন্ত চেন্নাইয়ের জার্সিতে মোট ১৯৯টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। রাজস্থানের বিরুদ্ধে মাঠে নামলে প্রথম কোনও অধিনায়ক হিসেবে আইপিএলে কোনও দলকে ২০০ ম্যাচ নেতৃত্ব দেওয়ার নজির গড়বেন ক্যাপ্টেন কুল। আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ছাড়াও রাইজিং পুণে সুপারজায়ান্টসের অধিনায়ক ছিলেন ধোনি। তিনি মোট ২১৩ ম্যাচে টুর্নামেন্টে নেতৃত্বভার সামলেছেন। তার মধ্যে ১২৫ ম্যাচে জয় পেয়েছেন ধোনি। জয়ের শতকরা হারও ঈর্ষণীয়। তা প্রায় ৫৮.৯৬ শতাংশ। মোট ৮৭ ম্যাচ হারতে হয়েছে ধোনির নেতৃত্বাধীন দলকে আইপিএলে। এখনও পর্যন্ত টুর্নামেন্টে মোট ২৩৬টি ম্যাচ খেলেছেন ক্যাপ্টেন কুল।
ধোনির এই বিশেষ মাইলস্টোন নিয়ে রবীন্দ্র জাডেজা বলেন, ''ওনাকে নিয়ে কীই বা বলব। ভারতীয় ক্রিকেটের একজন কিংবদন্তি ক্রিকেটার। প্রচুর স্মরণীয় ম্যাচ একার হাতে জিতিয়েছেন। আমি আশা করব রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে জয় পাবে সিএসকে। ধোনির জন্মদিনের সবচেয়ে বড় উপহার সেটাই হবে হয়ত।''
ধোনির জার্সি পরে গ্যালারিতে শ্রীকান্ত
ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মুম্বই ও সিএসকে। সেই ম্যাচ গ্যালারিতে বসে দেখেন ভারতের তারকা ব্যাডমিন্টন খেলোয়াড়। মহেন্দ্র সিংহ ধোনির জার্সি পরে। কিদাম্বি ব্যাডমিন্টন খেলার ফাঁকে সময় পেলেই ক্রিকেট দেখেন। এবং তিনি ক্যাপ্টেন কুলের অন্ধ ভক্ত। ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিএসকে-র হলুদ জার্সি পরে ম্যাচ দেখলেন। ধোনির জার্সি পরে তাঁর খেলা দেখার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সিএসকে। ক্যাপশনে লেখা হয়, 'ওয়াংখেড়ে স্টেডিয়ামে একজন চ্যাম্পিয়ন সুপারফ্যানকে দেখা গিয়েছে। হুইসল পোডু'।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)