Wriddhiman Catch Viral: ধরলেন অবিশ্বাস্য ক্যাচ, হাঁকালেন সেঞ্চুরি, দিল্লির বিরুদ্ধে নজর কাড়লেন 'সুপারম্যান' ঋদ্ধি
GT vs DC: দিল্লির ব্যাটিং ইনিংসের পঞ্চম ওভারে শামির বলে দুরন্ত এক ক্যাচ ধরে মণীশ পাণ্ডেকে সাজঘরে ফেরত পাঠান ঋদ্ধিমান।
আমদাবাদ: বয়স ৩৮ পেরিয়েছে, কিন্তু দেখলে কে বুঝবে। আইপিএলে (IPL 2023) আজ গুজরাত টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালসের (GT vs DC) ম্যাচে অবিশ্বাস্য এক ক্যাচ ধরে ফের একবার উইকেটের পিছনে দস্তানা হাতে নিজের দক্ষতা প্রমাণ করলেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। তাঁকে ভারতীয় ক্রিকেট মহলে 'সুপারম্যান' বলে ডাকা হয়। তাঁর এই ডাকনামটা যে কতটা যথার্থ, তার প্রমাণ হাতেনাতে দিলেন ঋদ্ধি।
অবিশ্বাস্য ক্যাচ
ম্যাচের পঞ্চম ওভারে মহম্মদ শামির দুরন্ত আউট সুইংয়ে মণীশ পাণ্ডে সাজঘরে ফিরতে বাধ্য হন। শামির বল মণীশের ব্যাটে লেগে উইকেটের পিছনে যায়। দুরন্ত এক ঝাঁপ দিয়ে নিজের শরীরকে শূন্যে ভাসিয়ে, প্রায় প্রথম স্লিপের সামনে থেকে এক অনবদ্য ক্যাচ ধরেন ঋদ্ধি। তাঁর এই অনবদ্য ক্যাচের ভিডিও মুহূর্তেই ভাইরালও হয়ে যায়।
What a spell this from @MdShami11 🤯🤯
— IndianPremierLeague (@IPL) May 2, 2023
He finishes his lethal spell with figures of 4/11 😎
Follow the match ▶️ https://t.co/VQGP7wSZAj #TATAIPL | #GTvDC pic.twitter.com/85KNVfYXEf
ঋদ্ধির সেঞ্চুরি
এই ম্যাচে নতুন বল হাতে ঋদ্ধি শামি জুটির দৌলতেই বিপাকে পড়ে যায় দিল্লি ক্যাপিটালস। একদিকে যেমন বল হাতে আগুন ঝরান শামি, তেমনই উইকেটের পিছনে ঋদ্ধিও একের পর এক ক্যাচ দস্তানাবদ্ধ করেন। শামি এই ম্যাচে পাওয়ার প্লেতেই চার চারটি উইকেট নেন। এর মধ্যে তিনবারই ব্যাটাররা ঋদ্ধির হাতেই ক্যাচ দেন। শামির বলে রাইলি রুসোর ক্যাচ ধরে এদিন সেঞ্চুরিও হাঁকিয়ে ফেললেন ঋদ্ধি।
মহেন্দ্র সিংহ ধোনি ও দীনেশ কার্তিকের পর মাত্র তৃতীয় কিপার হিসাবে আইপিএলে উইকেটের পিছনে ১০০টি সাফল্য পেলেন ঋদ্ধি। রাইলি রুসোর ক্যাচটিই ছিল কিপার হিসাবে তাঁর শততম সাফল্য। এরপরেও মণীশ ও প্রিয়ম গর্গের ক্যাচ ধরেন তিনি। এখনও পর্যন্ত আইপিএলে তিনি ৭৯টি ক্যাচ ও ২৩টি স্টাম্প আউট করেছেন ঋদ্ধি। ঋদ্ধি বাদে ধোনির দখলে সর্বাধিক ১৭৮ ও দীনেশ কার্তিকের দখলে কিপার হিসাবে ১৬৯টি সাফল্য রয়েছে।
প্রসঙ্গত, এই ম্যাচেই নির্ধারিত চার ওভারে মাত্র ১১ রানের বিনিময়ে চার উইকেট নেন শামি। এটি তাঁর আইপিএল কেরিয়ারের সেরা পারফরম্যান্সও বটে। ম্যাচের প্রথম বলেই সল্টকে ফেরানোর পর নিজের দ্বিতীয় ও ইনিংসের তৃতীয় ওভারে রাউলি রুসো (৮) ও নিজের তৃতীয় ওভারে মনীশ পাণ্ডে (১) ও প্রিয়ম গর্গকে (১০) সাজঘরে ফেরান শামি। ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১১ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং লাইন-আপকে কার্যত শুরুতেই গুঁড়িয়ে দেন শামি। বাংলার পেসার তাঁর ৪ ওভারের মধ্যে ১৯ টি ডট বল করেন। গড় ২.৭৫। আইপিএল কেরিয়ারে এটাই মহম্মদ শামির সেরা ব্যক্তিগত বোলিং।
আইপিএলে প্রথমবার ৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় ১৭ উইকেট নিয়ে নিয়ে পার্পল ক্যাপও (Purple Cap) দখলে নিলেন শামি। সমসংখ্যক উইকেট পেলেও ইকোনমির বিচারে তার থেকে বেশ খানিকটা পিছিয়ে তুষার দেশপাণ্ডে। চেন্নাই সুপার কিংসের পেসারের ইকোনমি যেখানে ১১.০৭, সেখানে শামির ইকোনমি মাত্র ৭.০৫।
আরও পড়ুন: সবুজ পাতাজাতীয় সবজি Kale-র পুষ্টিগুণ, কী কী সমস্যার সমাধান করে?