RCB vs GT, Match Highlights: বিরাটের পাল্টা গিলের দুরন্ত সেঞ্চুরি, জয় গুজরাতের, বিদায় আরসিবির, প্লে অফে মুম্বই
IPL 2023, RCB vs GT: বিরাটের পাল্টা গিলের দুরন্ত সেঞ্চুরি, জয় গুজরাতের, বিদায় আরসিবির, প্লে অফে মুম্বই।
বেঙ্গালুরু: বিরাটের পাল্টা গিলের দুরন্ত সেঞ্চুরি, জয় গুজরাতের, বিদায় আরসিবির, প্লে অফে মুম্বই। চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচের প্রথম অর্ধ যদি বিরাট বিক্রম হয়ে থাকে, তো দ্বিতীয়ার্ধে পুরোটাই ছিল শুভমন গিলের ব্য়াটিং শো। কোহলিকে নিজের ব্য়াটিংয়ের গুরু মানেন। আর সেই কোহলির সামনেই এবার ৫২ বলে অপরাজিত সেঞ্চুরি হাঁকালেন। দলকে জেতালেন। এমনকী শুভমনের ব্যাটেই আরসিবিরও এবারের মত আইপিএল অভিযান শেষ হয়ে গেল। এই মরসুমেও আইপিএল ট্রফি জেতা হল না বিরাট কোহলির। সেঞ্চুরি করলেও তা বুমেরাং হয়ে গেল। আরসিবির দেওয়া ১৯৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৬ উইকেট ম্যাচ জিতে গেল গুজরাত টাইটান্স। আগামী ২৩ মে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ারে খেলতে নামবে গুজরাত। অন্যদিকে আরসিবি এই ম্যাচ হেরে যাওয়ায় প্লে অফে চলে গেল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। তাঁরা মুখােমুখি হবে লখনউ সুপার জায়ান্টস দলের।
১৯৮ রানের লক্ষ্যমাত্রা ছিল। চিন্নাস্বামীর মাঠে এই লক্ষ্যমাত্রাও আহামরি কিছু নয়। তা ম্যাচের আগে থেকেই বিশেষজ্ঞরা বলছিলেন। তার ওপর গুজরাতের যা ব্যাটিং লাইন আপ তা টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী। এই পরিস্থিতিতে ওপেনংয়ে নেমে ঋদ্ধিমান সাহা ও গিল জুটি শুরুটা ভালই করেছিলেন। তবে ১২ রান করেই ফিরতে হয় সাহাকে। এরপর বিজয় শঙ্কর এসে জুটি বাঁধেন গিলের সঙ্গে। চলতি আইপিএলে গুজরাত টাইটান্স শিবিরে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলছেন শঙ্কর। আর প্রতি ম্যাচেই নিজের ছাপ রাখছেন। এদিনও ৩৫ বলে ৫৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। পাঁচটি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি। গিলের সঙ্গে একশোর ওপর পার্টনারশিপ গড়ে সেখানেই আরসিবির থেকে ম্য়াচ প্রায় কেড়ে নিয়েছিলেন তিনি। বিজয় ফিরে যাওয়ার পর এদিনের ম্যাচে সুযোগ পাওয়া দসুন শনাকাও তেমন কিছু করতে পারেননি। তবে শেষ পর্যন্ত রাহুল তেওয়াটিয়াকে সঙ্গে নিয়ে ম্য়াচ জিতিয়ে দেন গিল। শেষ ওভারে ৮ রান দরকার ছিল। সেখান থেকে পার্নেল নো বল করেন ও ওয়াইড বল করেন। ৬ রান দরকার এমন পরিস্থিতিতে ফ্রি হিট পেয়ে যান গিল। তাঁর শতরান করতে তখন ২ রান দরকার। লং অনের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূরণ করেন পাঞ্জাবের তরুণ ব্যাটার।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিক পাণ্ড্য। বৃষ্টির জন্য টস ও খেলা একটু দেরিতে শুরু হয় এদিন। তাই সুবিধে নিতে চেয়েছিলেন হার্দিক। কিন্তু শুরু থেকেই ঝড়ের গতিতে রান তোলার শুরু করেন আরসিবির ২ ওপেনার বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসি। পাওয়ার প্লে তে ৬ ওভারে ষাটের ওপর রান তুলে নেয় আরসিবি। তবে ১৯ বলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৮ রান করে নূর আহমেদের বলে আউট হয়ে ফিরে যান ডু প্লেসি। তবে বিরাট কোহলিকে আটকাতে পারেননি গুজরাতের বোলাররা। যেখানে সানরাইজার্স ম্য়াচ শেষ করেছিলেন। সেখান থেকেই এদিন খেলা শুরু করেছিলেন মনে হয়। চলতি আইপএলে দ্বিতীয় ও আইপিএলের ইতিহাসে সপ্তমবার সেঞ্চুরি হাঁকালেন বিরাট। নিজের ইনিংসে ১৩টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান কোহলি।