LSG vs MI Preview: তারকাবিহীন দল নিয়েই পাঁচবারের চ্যাম্পিয়নদের স্বপ্ন গুঁড়িয়ে দিতে প্রস্তুত লখনউ
IPL 2023: বুধবার এলিমিনেটরে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি লখনউ। যে ম্যাচে রেকর্ড লখনউয়ের দিকে।
চেন্নাই: প্লে অফে (IPL Play Off) ওঠা চার দলের মধ্যে সবচেয়ে লো প্রোফাইল লখনউ সুপার জায়ান্টস। চেন্নাই সুপার কিংস বা মুম্বই ইন্ডিয়ান্সের (LSG vs MI) মতো ট্রফির সম্ভার নেই। গুজরাত টাইটান্সের মতো তারকার মেলা নেই। দলের সেরা ব্যাটার মার্কাস স্টোইনিস। অরেঞ্জ ক্যাপের দৌড়ে যিনি রয়েছেন ১৯ নম্বরে। দলের সেরা বোলার রবি বিষ্ণোই। পার্পল ক্যাপের দৌড়ে যিনি রয়েছেন ১১ নম্বরে। ভারতের কোনও সম্ভাব্য সুপারস্টার নেই দলে। নেই কোনও অভিজ্ঞ পেসার। বা রহস্য স্পিনার।
সবচেয়ে বড় কথা, টুর্নামেন্টের মাঝপথে ঊরুতে চোট পেয়ে ছিটকে গিয়েছেন নিয়মিত অধিনায়ক কে এল রাহুল। তাঁর পরিবর্তে আচমকা অধিনায়ক করা হয়েছে ক্রুণাল পাণ্ড্যকে। আর তাঁর নেতৃত্বেই শেষ চার ম্যাচের মধ্যে তিনটি জিতে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে লখনউ সুপার জায়ান্টস।
বুধবার এলিমিনেটরে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি লখনউ। যে ম্যাচে রেকর্ড লখনউয়ের দিকে। এখনও পর্যন্ত আইপিএলে তিনবার মুখোমুখি হয়েছে দুই দল। তিনবারই জিতেছে লখনউ। তবে এবার অন্য গ্রুপে থাকায় একবারই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে হয়েছিল লখনউকে। ঘরের মাঠে সেই ম্যাচে ৫ রানে জেতে লখনউ।
লখনউয়ের ব্যাটিং বিদেশি নির্ভর। মার্কাস স্টোইনিস, নিকোলাস পুরান, কাইল মেয়ার্স ও কুইন্টন ডি'কক কেমন খেলেন, তার ওপর নির্ভর করে রয়েছে লখনউয়ের ইনিংস। রাহুলকে হিসাবের বাইরে রাখলে, দলের বাকি ভারতীয় ব্যাটাররা মাত্র দুটো হাফসেঞ্চুরি করেছেন। যেখানে বিদেশিরা করেছেন ১০টি হাফসেঞ্চুরি।
পাওয়ার প্লে বোলিংও উদ্বেগে রাখতে পারে লখনউ শিবিরকে। পাওয়ার প্লে-তে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন লখনউ বোলাররা। মুম্বই ইন্ডিয়ান্সের বিগহিটারদের বিরুদ্ধে নতুন বলে উইকেট তুলতে না পারলে সমস্যায় পড়তে হতে পারে লখনউকে।
শেষ হাসি কাদের জন্য তোলা রয়েছে?
আরও পড়ুন: প্রচণ্ড গরম থেকে শরীরকে বাঁচাতে পাতে রাখুন এই খাবারগুলি