KKR vs PBKS, 1 Innings Highlights: ধবনের অর্ধশতরান, শাহরুখের ক্যামিও, ম্যাচ জিততে নাইটদের চাই ১৮০
IPL 2023, KKR vs PBKS: শাহরুখ খানের ৮ বলে ২১ রানের ছোট্ট কিন্তু ঝোড়ো ইনিংস। তিনটি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তামিলনাড়ুর ব্যাটার।
![KKR vs PBKS, 1 Innings Highlights: ধবনের অর্ধশতরান, শাহরুখের ক্যামিও, ম্যাচ জিততে নাইটদের চাই ১৮০ IPL 2023: PBKS give target of 180 runs against KKR in Match 53 at Eden Gardens Stadium KKR vs PBKS, 1 Innings Highlights: ধবনের অর্ধশতরান, শাহরুখের ক্যামিও, ম্যাচ জিততে নাইটদের চাই ১৮০](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/08/d265161cce8d951e749d75d68c2988f61683562256328206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: শাহরুখ খান বনাম শাহরুখ খান। শাহরুখ খানের দল কেকেআরের বিরুদ্ধে ব্যাটে ঝড় তুললেন পাঞ্জাব কিংসের শাহরুখ খান। শুরুতে ধবনের অর্ধশতরান। আর শেষবেলায় শাহরুখের দলের বিরুদ্ধে শাহরুখ খানের ৮ বলে ২১ রানের ছোট্ট কিন্তু ঝোড়ো ইনিংস। তিনটি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তামিলনাড়ুর ব্যাটার। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বোর্ডে ১৭৯ রান তুলে নিল পাঞ্জাব কিংস।
এদিন টস জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাঞ্জাব অধিনায়ক শিখর ধবন। ওপেনে নেমে প্রথম ওভারেই তিনটি বাউন্ডারি হাঁকান প্রভসিমরন। কিন্তু এরপরই ফিরে তিনি। হর্ষিত রানার বলে গুরবাজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ভানুকা রাজাপক্ষেকে এদিন একাদশে নেওয়া হয়েছিল। কিন্তু তিনি খাতা খোলার আগেই প্য়াভিলিয়নে ফিরে যান। এরপর যদিও শিখর ধবন দলের স্কোরবাের্ড সচল রাখেন। তিনি ৪৭ বলে ৫৭ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৯টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান বাঁহাতি ওপেনার। লিভিংস্টোনও এদিন মাত্র ১৫ রান করেই প্যাভিলিয়ে ফেরেন।
ধবনের সঙ্গে জুটি বাঁধেন পাঞ্জাবের উইকেট কিপার ব্যাটার জিতেশ শর্মা। ১৮ বলে ২১ রানের ইনিংস খেলে আউট হন তিনি। এরপর ঋষি ধবনও গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ১টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ১১ বলে ২১ রান করেন তিনি।
নাইট বোলারদের মধ্যে ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন বরুণ চক্রবর্তী। ২টো উইকেট নেন হর্ষিত রানা। ১টি করে উইকেট নেন নীতিশ রানা ও সুয়াশ শর্মা।
ধবনের পঞ্চাশতম অর্ধশতরান
আইপিএলে হাফসেঞ্চুরির হাফসেঞ্চুরি হয়ে গেল বাঁহাতি ব্যাটারের। কেরিয়ারের ২১৫তম আইপিএল ম্যাচে পঞ্চাশটি হাফসেঞ্চুরি হয়ে গেল দিল্লির তারকার।
সোমবার ৪৭ বলে ৫৭ রান করলেন শিখর। তাঁর ইনিংসে ছিল ৯টি চার ও একটি ছক্কা। স্ট্রাইক রেট? ১২১.২৭। সোমবার তিনিই পাঞ্জাব কিংসের সর্বোচ্চ স্কোরার। প্রথমে ব্যাট করে কেকেআরের বিরুদ্ধে পাঞ্জাব তুলেছে ১৭৯/৭। সেই স্কোর সম্ভবই হতো না, যদি না অভিজ্ঞ ধবন নাইট বোলারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন। আইপিএলে ২টি সেঞ্চুরিও রয়েছে ধবনের।
ষোড়শ আইপিএলে একটা সময় অরেঞ্জ ক্যাপ ছিলস ধবনের দখলে। পরে অবশ্য তিনি চোট পেয়ে বেশ কয়েকদিনের জন্য মাঠের বাইরে চলে যান। তিনটি ম্যাচে খেলতেও পারেননি তিনি। ধবনের পরিবর্তে সেই তিন ম্যাচে পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দেন স্যাম কারান। তবে চোট সারিয়ে সুস্থ হয়ে ফিরে ফের স্বমেজাজে ধবন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)