IPL 2023: চার ম্যাচ পর জয় পেল কেকেআর, বিরাটের ইতিহাস, এক নজরে আইপিএলের সেরা পাঁচ খবর
Top 5 News IPL 2023: আইপিএলের সেরা পাঁচ খবর এক ঝলকে।
কলকাতা: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে তাঁদেরই ঘরের মাঠে হারিয়ে চার ম্যাচ পরে অবশেষে জয়ের সরণিতে ফিরল কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ হারলেও নতুন ইতিহাস গড়লেন বিরাট কোহলি। এক নজরে আইপিএলের সেরা পাঁচ খবর।
চার ম্যাচ পর নাইটদের জয়
অবশেষে চার ম্য়াচে টানা হারের পর আইপিএলে নিজেদের তৃতীয় জয় ছিনিয়ে নিল কেকেআর। আরসিবির বিরুদ্ধে এদিন ২১ রান জয় ছিনিয়ে নেয় নীতিশ রানার দল। ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে ২ উইকেট নিলেন রাসেল। কেকেআরের হয়ে সর্বােচ্চ ৩ উইকেট তুলে নিলেন বরুণ চক্রবর্তী। অন্যদিকে ২টো উইকেট নিলেন সুয়াশ শর্মা। অর্ধশতরান হাঁকালেও দলকে জেতাতে পারলেন না বিরাট কোহলি। ২০১ রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৯ রানই বোর্ডে তুলতে পারল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
বিরাটের ইতিহাস
অবশ্য কেকেআরের বিরুদ্ধে আরসিবি ম্যাচ জিততে ব্যর্থ হলেও, বিরাট কোহলি কিন্তু নিজের আইপিএল কেরিয়ারের ৪৯তম অর্ধশতরানটি এই ম্যাচেই হাঁকিয়ে ফেলেন। তিনি ৩৭ বলে ৫৪ রানের ইনিংস খেলেন। এই ইনিংসের সুবাদেই এক নতুন ইতিহাস গড়ে ফেললেন 'কিংগ কোহলি'। কেকেআরের বিরুদ্ধে ম্যাচেই আরসিবির ঘরের মাঠ, চিন্নাস্বামী স্টেডিয়ামে তিন হাজার রান সম্পূর্ণ করে ফেলেন বিরাট। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে তিনিই প্রথম ব্যাটার হিসাবে কোনও নির্দিষ্ট একটি মাঠে তিন হাজার রানের গণ্ডি পার করলেন।
আইপিএলের কামাল!
মাটির এক চিলতে বাড়ি। এক কামরা। সেখানেই ঠাসাঠাসি করে বাস চারজনের। গৃহকর্তা মিরাজ লস্কর (Miraj Laskar) পেশায় দর্জি। ছোট থেকেই ক্রিকেট অন্ত প্রাণ। আর সেই ক্রিকেট প্রেমের জোরেই ঝাঁ চকচকে গাড়ি জিতে গিয়েছেন মিরাজ। হইচই পড়ে গিয়েছে গোটা গ্রামে। হবে নাই বা কেন! গ্রামে আর কারও নিজস্ব গাড়ি নেই যে। শুনলে মনে হবে, বাস্তব নয়। যেন সিনেমার চিত্রনাট্য। অনেকটা বলিউডের সিনেমা 'ফেরারি কা সওয়ারি'র মতো অবিশ্বাস্য গল্প। যদিও মিরাজের জীবনে এখন এটাই সত্যি।
সুন্দরবনের বাসন্তী থানা এলাকার ভাঙনখালি গ্রাম। স্ত্রী ও ছেলে-মেয়ে নিয়ে একচিলতে মাটির বাড়িতে বাস করেন মিরাজ। আইপিএলের (IPL 2023) কল্যাণে এখন তিনিই আস্ত একটি গাড়ির মালিক! এবিপি লাইভকে মিরাজ বলছিলেন, 'ছোট থেকেই ক্রিকেট আমার জীবন। ভারতের সব ম্যাচ দেখি। আইপিএলের কোনও ম্যাচ বাদ দিই না। আমি পেশায় দর্জি। অন্যের দোকানে কাজ করি। পোশাক তৈরির ফাঁকেই মোবাইল ফোনে জিও সিনেমায় (Jio Cinema) আইপিএলের ম্যাচ দেখি।'
অসুস্থ যশ
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ঘরের মাঠে যশ দয়াল শেষ ওভার বল করেছিলেন। ম্যাচ জিততে গুজরাত টাইটান্সের (GT) বিরুদ্ধে কেকেআরকে শেষ ওভারে তুলতে হতো ২৯ রান। শেষ ৫ বলে দরকার ছিল ২৮ রান। ৫ বলে পরপর ৫ ছক্কা মেরে অসাধ্য সাধন করেছিলেন রিঙ্কু সিংহ। আইপিএলের রূপকথায় জায়গা করে নিয়েছে রিঙ্কুর সেই ইনিংস। ধন্য ধন্য পড়ে গিয়েছিল উত্তরপ্রদেশের ক্রিকেটারকে নিয়ে।
মুদ্রার অপরের পিঠের খবর অনেকেরই জানা ছিল না। যে খবরটা জানালেন গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। যে খবর শুনে চমকে উঠেছে ক্রিকেট মহল। হার্দিক জানিয়েছেন, রিঙ্কুর হাতে সেই ম্যাচে প্রহারের পর থেকে অসুস্থ যশ দয়াল। বোলারের নাকি ওজন কমে গিয়েছে।
কেকেআরের বিরুদ্ধে ম্যাচের পর থেকে গুজরাত টাইটান্সের হয়ে টানা ৪ ম্যাচে খেলতে পারেননি যশ। যা নিয়ে প্রশ্ন করা হয়েছিল গুজরাত অধিনায়ক হার্দিককে। তিনি বলেন, 'আমি নিশ্চিতভাবে বলতে পারছি না যে, ও এই মরসুমে আর খেলতে পারবে কি না। ওই ম্যাচের পর থেকে ও অসুস্থ। ৭-৮ কেজি ওজন কমে গিয়েছে। ওর এমনিতেই একটা সংক্রমণ হয়েছিল আর সেই ম্যাচের স্নায়ুর চাপ বেশ ধাক্কা দিয়েছে। এখন যা পরিস্থিতি তাতে ও মাঠে নামার মতো অবস্থায় নেই।' হার্দিক যোগ করেন, 'কারও ক্ষতি হয়তো কারও কাছে লাভের সমান। তবে ওর মাঠে ফিরতে সময় লাগবে।'
আর্চারের নামে ভুয়ো খবর
গত বছর চোটের জন্য একটি ম্যাচেও খেলতে পারেননি। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দলে রেখে দিয়েছিল তাঁকে। চলতি মরসুমে অবশ্য প্রথম থেকেই স্কোয়াডে থাকলেও একাদশে সুযোগ পেয়েছেন মাত্র ২ টো ম্যাচ। তাই জোফ্রা আর্চারকে (Jofra Archer) নিয়ে প্রশ্ন উঠছে যে, আদৌ তিনি এবারও ফিট তো? গতকাল গুজরাত টাইটান্সের (Gujrat Titans) বিরুদ্ধে হারের পর বেশি করে সেই প্রশ্ন সবার মনে জাগে। এরই মধ্য়ে কানাঘুষো খবর ফাঁস হয় যে তিনি নাকি কনুইয়ের চোটের জায়গা অস্ত্রোপচার করতে বেলজিয়াম উড়ে গিয়েছেন। তবে পুরো বিষয়টাই যে ভুয়ো তা নিজের করা একটি ট্যুইটের মাধ্যমে জানিয়ে দেন ইংল্যান্ডের এই তারকা পেসার।
আরও পড়ুন: নেট বোলার হিসেবে রোহিতদের সঙ্গে ইংল্যান্ডে পাড়ি দিতে পারেন মুকেশ, উমরানরা