WTC Final 2023: নেট বোলার হিসেবে রোহিতদের সঙ্গে ইংল্যান্ডে পাড়ি দিতে পারেন মুকেশ, উমরানরা
IND vs AUS, WTC Final: দীর্ঘ ১৭ মাস পরে জাতীয় দলে প্রত্যাবর্তন করেছেন অজিঙ্ক রাহানে। অন্যদিকে সূর্যকুমার যাদবকে স্কোয়াডে জায়গা দেওয়া হয়নি।
মুম্বই: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগামী ৭ জুন থেকে শুরু হতে চলা ফাইনালের মঞ্চে খেলতে নামবে টিম ইন্ডিয়া। রোহিত শর্মার নেতৃত্বে মাঠে নামবে দল। স্কোয়াড ঘোষণাতেই চমক ছিল। দীর্ঘ ১৭ মাস পরে জাতীয় দলে প্রত্যাবর্তন করেছেন অজিঙ্ক রাহানে। অন্যদিকে সূর্যকুমার যাদবকে স্কোয়াডে জায়গা দেওয়া হয়নি। এবার সূত্রের খবর, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রস্তুতিতে তিন জন তরুণ পেসারকে নেট বোলার হিসেবে নিয়ে যেতে পারে ভারতীয় দল। তাঁরা হলেন উমরান, মুকেশ ও কুলদীপ সেন।
তিন পেসার নেট বোলার
ওভালে হতে চলেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ইংল্যান্ডের পেস সর্বস্ব পিচ। তার ওপর অজি স্কোয়াডে রয়েছেন তিন পেসার প্য়াট কামিন্স, জস হ্যাজেলউড ও মিচেল স্টার্ক। তাই পেস আক্রমণে যে ভারতকে বিঁধতে চাইবে অজিরা তা একপ্রকার নিশ্চিত। এই পরিস্থিতিতে আলাদা করে আরও তিন পেসারকে নেট বোলার হিসেবে নিয়ে যেতে চায় টিম ম্যানেজমেন্ট। উমরান মালিকের অতিরিক্ত পেস ইংল্যান্ডের পিচে খেলার প্রস্তুতির জন্য একদম সঠিক। ঘণ্টায় দেড়শো কিমি গতিতে বল করার ক্ষমতা রাখেন জম্মু-কাশ্মীরের এই পেসার। তালিকায় বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা মুকেশ কুমারও রয়েছেন। তিনি দিল্লি ক্যাপিটালসের জার্সিতে চলতি মরসুমে খেলছেন আইপিএলে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শেষ ওভারে মাত্র ৫ রান খরচ করে দিল্লিকে দ্বিতীয় জয় এনে দিয়েছেন মুকেশ। তাঁর নিয়ন্ত্রিত বোলিং। জানা যাচ্ছে, তালিকায় দিল্লির নভদীপ সাইনি ও হরিয়ানার কুলদীপ সেনও রয়েছেন।
এদিকে, ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটের সর্বসেরা হওয়ার কঠিন লড়াইয়ের মঞ্চে রাহানের ওপরই আস্থা রাখল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি আস্থা রাখা হয়েছে কেএল রাহুলের (KL Rahul) ওপরেও। যদিও বাদ পড়েছেন সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav)। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ভারতীয় স্কোয়াডে স্থান হয়নি সূর্য-র। এই মুহূর্তে ফর্মের দিক থেকে খুব একটা ভাল জায়গায় নেই সূর্য। অপরদিকে, চেন্নাই সুপার কিংসের জার্সিতে ব্যাট হাতে আগুন ছোটাচ্ছেন রাহানে। প্রসঙ্গত, আইপিএলে দুরন্ত ছন্দে থাকার পাশাপাশি কিছুদিন আগেই সাংবাদিক সম্মেলনের মঞ্চে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে প্রশ্নে রাহানের উত্তর ছিল, 'মাঝে এখনও অনেকটা সময় বাকি।'
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ১৫ জনের ভারতীয় স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। যেখানে অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে বিরাট কোহলি, চেতেশ্বর পূজারাদের সঙ্গী কারা হন, সেদিকেই নজর ছিল। সেই কৌতুহল মিটল। প্রসঙ্গত আগামী ৭ থেকে ১১ জুন ওভালের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে নামছে ভারত। মেগা ডুয়েলের জন্য ১২ জুন থাকছে রিজার্ভ ডে হিসেবেও।