IPL 2023: সিএসকের বিরুদ্ধে ম্য়াচ জিতেই রজনীকান্তের বাড়িতে বেঙ্কটেশ, বরুণ
IPL 2023, KKR: রবিবার চেন্নাই ম্য়াচে ৬ উইকেটে জয় ছিনিয়ে নেয় কেকেআর। এরপরই ২ নাইট তারকা রজনীকান্তের সঙ্গে দেখা করেন বর্ষীয়াণ অভিনেতার বাড়ি গিয়ে।
চেন্নাই: সিএসকের বিরুদ্ধে ম্য়াচ জিতেই প্রিয় অভিনেতার বাড়িতে ঢুঁ। তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। এক ফ্রেমে ছবি। কেকআরের (Kolkata Knight Riders) ২ তারকা ক্রিকেটার বেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) ও বরুণ চক্রবর্তী (Varun Chakraborty) দেখা করলেন সুপারস্টার রজনীকান্তের (Rajinikanth) সঙ্গে। সেই ছবি কেকেআরের সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করা হয়েছে। রবিবার চেন্নাই ম্য়াচে ৬ উইকেটে জয় ছিনিয়ে নেয় কেকেআর। এরপরই ২ নাইট তারকা রজনীকান্তের সঙ্গে দেখা করেন বর্ষীয়াণ অভিনেতার বাড়ি গিয়ে।
এক বছর আগে এক সাক্ষাৎকারে বেঙ্কটেশ আইয়ার বলেছিলেন যে রজনীকান্তের তিনি বিশাল বড় ভক্ত। এক বছর পর সেই প্রিয় অভিনেতার সঙ্গে এবার ছবি তোলার সুযোগ এসে গেল নাইট তারকার সামনে। তামিল সুপারস্টারের হাতে পুস্পস্তবক তুলে দেন ২ নাইট তারকা।
View this post on Instagram
রানার জরিমানা
উল্লেখ্য়, গত রবিবার মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে কেকেআর। ধোনিদের ঘরের মাঠে গিয়ে তাঁদেরকে হারিয়ে দিয়েছে নাইট শিবির। প্লে অফের সম্ভাবও বাঁচিয়ে রেখেছে ২ বারের আইপিএল চ্যাম্পিয়ন দলটি। কিন্তু ম্যাচ জিতেও শাস্তির মুখে পড়তে হল কেকেআর অধিনায়ক নীতিশ রানাকে। স্লো ওভার রেটের জন্য আর্থিক জরিমানা গুনতে হল তাঁকে। উল্লেখ্য, চিপকে সিএসকের বিরুদ্ধে ম্য়াচ খেলতে নেমে ৬ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল কেকেআর।
এই নিয়ে চলতি টুর্নামেন্টে দ্বিতীয়বার স্লো ওভার রেটের সমস্যায় পড়তে হল কেকেআরকে। যার জন্য দলের অধিনায়ক রানাকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হল। দলের বাকি যাঁরা রয়েছেন তাঁদের প্রত্যেকের ম্যাচ ফি-র ২৫ শতাংশ বা ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য, চিপকের ময়দানে কেকেআরের দুই তারকা স্পিনার দুর্দান্ত বোলিং করে নাইটদের জয়ের ভিত গড়েই দিয়েছিলেন। সিএসকের বিরুদ্ধে (CSK vs KKR) শুরুটা কিছুটা নড়বড়ে করলেও, ১৪৫ রান তাড়া করতে নেমে রিঙ্কু-রানার ব্যাটে ভর করে নয় বল বাকি থাকতেই ছয় উইকেটে ম্যাচ জিতে নিল কেকেআর। রিঙ্কু ৫৪ ও রানা ৫৭ রান করেন। এই জয়ের ফলে কেকেআরের প্লে-অফে পৌঁছনোর আশা বজায় রাখল কেকেআর।