Chennai Super Kings: IPL শুরুর আগে বড় ধাক্কা গতবারের চ্যাম্পিয়নদের, শুরুর দিকে খেলতে পারবেন না তারকা ব্যাটার
IPL 2024: মহেন্দ্র সিংহ ধোনিদের দলের হয়ে ১৬ ম্যাচে করেছিলেন ৬৭২ রান।
চেন্নাই: তিনি চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) ব্যাটিংয়ের স্তম্ভ। গতবার চেন্নাই সুপার কিংসকে (CSK) চ্যাম্পিয়ন করার নেপথ্যে অন্যতম প্রধান কারিগর ছিলেন। মহেন্দ্র সিংহ ধোনিদের (MS Dhoni) দলের হয়ে ১৬ ম্যাচে করেছিলেন ৬৭২ রান। নিউজ়িল্যান্ডের তারকা সেই ডেভন কনওয়েকে নিয়ে আচমকাই উৎকণ্ঠায় সিএসকে।
আঙুলের চোটের জন্য আইপিএলের (IPL 2024) শুরুর দিকে হয়তো খেলতে পারবেন না তারকা ব্যাটার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে নিউজ়িল্যান্ড। ক্রাইস্টচার্চে হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ। সেই ম্যাচেও খেলতে পারবেন না কনওয়ে। তাঁর বাঁ হাতের বুড়ো আঙুল ভেঙেছে। তাঁর হাতের আঙুলে অস্ত্রোপচার করাতে হচ্ছে।
গত আইপিএলে ১৩৯.৭১ স্ট্রাইক রেট রেখে রান করেছেন কনওয়ে। ৬টি হাফসেঞ্চুরি করেছিলেন সিএসকে তারকা। যে ধারাবাহিকতা চমকে দিয়েছিল অনেককে। সর্বোচ্চ স্কোর ছিল অপরাজিত ৯২ রানের ইনিংস। সোমবার নিউজ়িল্যান্ডের কোচ গ্যারি স্টিড নিশ্চিত করে জানান যে, কনওয়ের বাঁ হাতের বুড়ো আঙুলে চিড় ধরেছিল। যে চোট লেগেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলার সময়। তাঁর বাঁ হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠিতে অস্ত্রোপচার করা হবে। আট সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে কনওয়েকে।
যার অর্থ, আইপিএলের শুরুর দিকে খেলতেই পারবেন না কনওয়ে। ২২ মার্চ শুরু হচ্ছে আইপিএল। টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে নামছে গতবারের চ্যাম্পিয়নর। সেই ম্যাচে চেন্নাইয়ের সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অর্থাৎ, আইপিএলের প্রথম দিনই ধুন্ধুমার দ্বৈরথ। এক দিকে মহেন্দ্র সিংহ ধোনির সিএসকে। অন্য দিকে বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসির আরসিবি। সেই ম্যাচে কনওয়ের খেলার কোনও সম্ভাবনাই নেই। এমনকী, এপ্রিল মাসেও তিনি ফিট হয়ে উঠবেন বলে মনে করছেন না কেউই।
বলা হচ্ছে, কনওয়ের সেরে উঠতে মে মাস হয়ে যাবে। সেক্ষেত্রে আইপিএলের শুরুর দিকে খেলতেই পারবেন না কিউয়ি তারকা। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে কনওয়ের খেলা নিয়ে সমস্যা হওয়ার কথা নয়। জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। এবারের বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজ় ও আমেরিকায়। তার আগে কনওয়ের ফিট হয়ে যাওয়ারই কথা। আইপিএলেও শেষ পর্বে মাঠে নেমে পড়তে পারেন কনওয়ে।
আরও পড়ুন: কেন কাজ ও দক্ষতার ভিত্তিতে সমাজে মেয়েদের মূল্যায়ন হবে না, প্রশ্ন তুললেন সানিয়া
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে