IPL 2025 : আসন্ন মরশুমে RCB-র ক্যাপ্টেন কে ? বড় ঘোষণা এবি ডিভিলিয়ার্সের
AB de Villiers : আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি, আইপিএলেও অন্যতম সফল ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স
বেঙ্গালুরু : একাধিক নামী ক্রিকেটারকে এবার তুলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তালিকায় রয়েছে- ভুবনেশ্বর কুমার, ফিল সল্ট, টিম ডেভিড, লিয়াম লিভিংস্টোন ও জিতেশ শর্মার মতো নাম। যদিও RCB-কে এবার নেতৃত্ব দেবেন কে ? এনিয়ে চলছে চর্চা। আইপিএল নিলামের আগে চর্চা ছিল, বিরাট কোহলি নিজে অধিনায়কত্বের দায়িত্ব রাখতে ইচ্ছুক, একই কথা এবার নিশ্চিত করলেন আরসিবি আইকন এবি ডিভিলিয়ার্স। আসন্ন মরশুমেও কোহলিই নেতৃত্ব দেবেন বলে দাবি তাঁর। Royal Challengers Bengaluru (RCB)
আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি, আইপিএলেও অন্যতম সফল ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স। RCB-র সঙ্গেও তাঁর দীর্ঘ যোগ। প্রায়ই এই ফ্র্যাঞ্চাইজির অন্দরমহলের কথা সামনে আনেন তিনি। তাছাড়া কোহলির সঙ্গেও তাঁর খুবই ভাল সম্পর্ক। কাজেই আসন্ন মরশুমে আরসিবি কোন পথে হাঁটতে চলেছে, তা নিয়ে ধারণা অনেকটাই স্পষ্ট ডিভিলায়ার্সের কাছে। Virat Kohli
নিজের ইউটিউব চ্যানেলে এবি ডিভিলিয়ার্স নিশ্চিত করেছেন, "কোনও অফিসিয়াল ঘোষণা না হলেও, আগামী মরশুমে অধিনায়কত্বের দায়িত্ব নিতে চলেছেন বিরাট কোহলিই। আমার মনে হয় না বিষয়টি নিশ্চিত হয়েছে। কিন্তু, স্কোয়্যাডকে তিনিই নেতৃত্ব দেবেন। "
তাঁর সংযোজন, আমরা পেয়েছি ভুবনেশ্বর কুমারকে। জশ হ্যাজেলউডকে নিয়েও খুশি। একাধিকজনকে অবশ্য খুইয়েছিও। কাছাকাছি ছিল রাবাডা। কিন্তু, লুঙ্গি গিডিকে অন্তত পেয়েছি। ও খুব চমৎকার স্লোয়ার দেয়। যদি ও ফর্মে ও ফিট থাকে, তাহলে ওকে সমীহ করতে হবে। আর. অশ্বিনকে আমরা পেলাম না। CSK ওকে পেয়েছে। যদিও ওকে আবার হলুদ জার্সিতে দেখে আমি খুব খুশি। সার্বিকভাবে, আমি খুশি। সামঞ্জস্যপূর্ণ একটা স্কোয়াড তৈরি হয়েছে। আমরা কোনও ম্যাচ উইনার স্পিনার পাইনি। কিন্তু, আমরা এমনভাবে স্কোয়াডকে ব্যালেন্স করেছি, তাতে মনে হচ্ছে আমরা চিন্নাস্বামীকে দুর্গে পরিণত করতে পারব। চিন্নাস্বামীতে পরিশ্রম করতে হবে স্কোয়াডকে।
প্রসঙ্গত, আইপিএলে (IPL Auction) প্রত্যেকবার তারকাখচিত দল গড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। তাও ট্রফির দেখা নেই। এখনও পর্যন্ত টুর্নামেন্টে সেরা পারফরম্যান্স বলতে, ফাইনালে ওঠা। যেবার ফাইনালে উঠেও হার মানতে হয়েছিল আরসিবি।
তারপর থেকে দলের খোলনলচে বদলেছে। অধিনায়কের নাম পাল্টেছে। বদলে গিয়েছে জার্সি, সাপোর্ট স্টাফ। তবু ট্রফি ভাগ্য ফেরেনি আরসিবির।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।