এক্সপ্লোর

IPL Highlights: রুদ্ধশ্বাস জয় পেল দিল্লি, কাটা গেল কোহলিদের বেতন, এক নজের আইপিএলের সেরা ৫ খবর

Indian Premier League: আইপিএলের সেরা ৫ খবরগুলি এক নজরে।

কলকাতা: আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাত টাইটান্সকে এক রুদ্ধশ্বাস ম্যাচে পাঁচ রানে হারিয়ে দিল দিল্লি ক্যাপিটালস। ঝামেলায় জড়িয়ে বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের ম্যাচের ১০০ শতাংশ বেতন কাটা গেল। এক নজরে আইপিলের সেরা পাঁচ খবর।

দুরন্ত জয় দিল্লির

অত্যন্ত কম রানের পুঁজি নিয়েও বাজিমাত দিল্লির বোলারদের। আইপিএল লিগ তালিকার শীর্ষে থাকা গুজরাত টাইটান্সের (Gujarat Titans) দুরন্ত ব্যাটিংকে মাত্র ১২৫ রানে বেঁধে রেখে ৫ রানে ম্যাচ বের করে নিল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)।  আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মহম্মদ শামি (৪ /১১) আগুনে বোলিংয়ের সামনে মাত্র ১৩০ রান খাড়া করতে সক্ষম হয়েছিল দিল্লি শিবির। তাঁদের টপ অর্ডারের সব ব্যাটারই কার্যত ব্যর্থ হয়েছিলেন। কিন্তু দুই ইনিংসের মাঝে কে জানত, দিল্লির কপালেই জুটতে চলেছে দুরন্ত এক জয়। তবে শুধু ক্রিকেটদেবতাই নন, দিল্লির দুরন্ত জয়ের নেপথ্যে মূল কারিগর তাদের বোলাররা। 

ঋদ্ধির সেঞ্চুরি

বয়স ৩৮ পেরিয়েছে, কিন্তু দেখলে কে বুঝবে। আইপিএলে (IPL 2023) আজ গুজরাত টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালসের (GT vs DC) ম্যাচে অবিশ্বাস্য এক ক্যাচ ধরে ফের একবার উইকেটের পিছনে দস্তানা হাতে নিজের দক্ষতা প্রমাণ করলেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। তাঁকে ভারতীয় ক্রিকেট মহলে 'সুপারম্যান' বলে ডাকা হয়। তাঁর এই ডাকনামটা যে কতটা যথার্থ, তার প্রমাণ হাতেনাতে দিলেন ঋদ্ধি। 

ম্যাচের পঞ্চম ওভারে মহম্মদ শামির দুরন্ত আউট সুইংয়ে মণীশ পাণ্ডে সাজঘরে ফিরতে বাধ্য হন। শামির বল মণীশের ব্যাটে লেগে উইকেটের পিছনে যায়। দুরন্ত এক ঝাঁপ দিয়ে নিজের শরীরকে শূন্যে ভাসিয়ে, প্রায় প্রথম স্লিপের সামনে থেকে এক অনবদ্য ক্যাচ ধরেন ঋদ্ধি। তাঁর এই অনবদ্য ক্যাচের ভিডিও মুহূর্তে ভাইরালও হয়ে যায়।

এই ম্যাচে নতুন বল হাতে ঋদ্ধি শামি জুটির দৌলতেই বিপাকে পড়ে যায় দিল্লি ক্যাপিটালস। একদিকে যেমন বল হাতে আগুন ঝরান শামি, তেমনই উইকেটের পিছনে ঋদ্ধিও একের পর এক ক্যাচ দস্তানাবদ্ধ করেন। শামি এই ম্যাচে পাওয়ার প্লেতেই চার চারটি উইকেট নেন। এর মধ্যে তিনবারই ব্যাটাররা ঋদ্ধির হাতেই ক্যাচ দেন। শামির বলে রাইলি রুসোর ক্যাচ ধরে এদিন সেঞ্চুরিও হাঁকিয়ে ফেললেন ঋদ্ধি।

মহেন্দ্র সিংহ ধোনি ও দীনেশ কার্তিকের পর মাত্র তৃতীয় কিপার হিসাবে আইপিএলে উইকেটের পিছনে ১০০টি সাফল্য পেলেন ঋদ্ধি। রাইলি রুসোর ক্যাচটিই ছিল কিপার হিসাবে তাঁর শততম সাফল্য। এরপরেও মণীশ ও প্রিয়ম গর্গের ক্যাচ ধরেন তিনি। এখনও পর্যন্ত আইপিএলে তিনি ৭৯টি ক্যাচ ও ২৩টি স্টাম্প আউট করেছেন ঋদ্ধি। ঋদ্ধি বাদে ধোনির দখলে সর্বাধিক ১৭৮ ও দীনেশ কার্তিকের দখলে কিপার হিসাবে ১৬৯টি সাফল্য রয়েছে। 

শামির সেরা পারফরম্যান্স

দিল্লি শিবিরের বিরুদ্ধে প্রথম বলেই হেনেছিলেন আঘাত। ইনিংসের প্রথম বলেই ফিলিপ সল্টের উইকেট খুইয়েছিল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) । প্রথম বলেই দেওয়া ধাক্কার রেশ ম্যাচ এগোনোর সঙ্গে সঙ্গে আরও চওড়া করলেন মহম্মদ শামি (Mohammad Shami)। গুজরাত টাইটান্সের (Gujarat Titans) পেসার কার্যত আগুন ঝরালেন বল-হাতে।

প্রথম বলেই সল্টকে ফেরানোর পর নিজের দ্বিতীয় ও ইনিংসের তৃতীয় ওভারে রাউলি রুসো (৮) ও নিজের তৃতীয় ওভারে মনীশ পাণ্ডে (১) ও প্রিয়ম গর্গকে (১০) সাজঘরে ফেরান শামি। ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১১ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং লাইন-আপকে কার্যত শুরুতেই গুঁড়িয়ে দেন শামি। বাংলার পেসার তাঁর ৪ ওভারের মধ্যে ১৯ টি ডট বল করেন। গড় ২.৭৫। আইপিএল কেরিয়ারে এটাই মহম্মদ শামির সেরা ব্যক্তিগত বোলিং।

আইপিএলে প্রথমবার ৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় ১৭ উইকেট নিয়ে নিয়ে পার্পল ক্যাপও (Purple Cap) দখলে নিলেন শামি। সমসংখ্যক উইকেট পেলেও ইকোনমির বিচারে তার থেকে বেশ খানিকটা পিছিয়ে তুষার দেশপাণ্ডে। চেন্নাই সুপার কিংসের পেসারের ইকোনমি যেখানে ১১.০৭, সেখানে শামির ইকোনমি মাত্র ৭.০৫।     

বেতন কাটা গেল কোহলিদের

আরসিবি বনাম লখনউ ম্য়াচের পর মাঠেই রেষারেষি হয়েছিল বিরাট কোহলি (Virat Kohli) ও গৌতম গম্ভীরের (Gautam Gambhir)। এত বড় টুর্নামেন্টে এভাবে ২ সিনিয়র প্লেয়ারের বাদানুবাদ ও তারপর একে অপরের দিকে তেড়ে গিয়ে বিবাদে জড়ানো কোনওভাবেই ক্রিকেটের জন্য ভাল বিজ্ঞাপন হতে পারে না। তাই বিসিসিআইয়ের তরফে বিরাট ও গম্ভীর ২ জনকেই শাস্তি দেওয়া হল। আইপিএলের কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন করার জন্য বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি আফগান ক্রিকেটার নবীন উল হকের ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা হয়েছে। আইপিএের এক বিবৃতিতে জানানো হয়েছে, ''আইপিএলের কোড অব কন্ডাক্টের ধারা ২.২১ এর অধীনে লেভেল ২ অপরাধ স্বীকার করে নিয়েছেন গৌতম গম্ভীর।'' একইসঙ্গে আইপিএলের ওই মিডিয়া রিলিজে জানানো হয়েছে, ''আইপিএলের কোড অব কন্ডাক্টের ২.২১ এর অধীনে লেভেল ২ অপরাধ স্বীকার করে নিয়েছেন বিরাট কোহলি।'' নবীন উল হকের ৫০ শতাংশ কাটা হয়েছে ম্যাচ ফি-র।

মন জিতলেন বিরাট

ভারত তথা গোটা বিশ্ব জুড়ে বিরাট কোহলির (Virat Kohli) অনুরাগীর অভাব নেই। মতান্তরে বর্তমান বিশ্বের সেরা ব্যাটার কোহলিকে একবার সামনে থেকে দেখার জন্য, স্পর্শ করার জন্য লক্ষ লক্ষ সমর্থক মুখিয়ে থাকেন। Iগতকাল আইপিএলে (IPL 2023) লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরর (LSG vs RCB) ম্যাচ চলাকালীন এক বিরাট অনুরাগীর এই স্বপ্নই বাস্তবায়িত হল।

ভারতে পাড়ায় পাড়ায় ক্রিকেটের অন্ধভক্ত খুঁজে পাওয়া যাবে। এদেশে ক্রিকেটারদেরও অনেকেই ভগবানের আসনে বসানো হয়। আর বর্তমান বিশ্বের সেরা ক্রিকেটারদের নাম বললে বিরাট কোহলির নাম আসবে না, তাও আবার হয় না কি! লখনউয়ে গতকালই বিরাট বন্দনার এক ছবি ধরা পড়ল। আরসিবি বনাম সুপার জায়ান্টসের ম্যাচের সময় বাউন্ডারি লাইনে বিরাট ফিল্ডিং করছিলেন। এমন সময়ই পুলিশি নিরাপত্তা ভেদ করে আচমকাই এক ব্যক্তি গ্যালারি থেকে মাঠে প্রবেশ করেন। মাঠে প্রবেশ করেই তিনি বিরাটের পায়ে কার্যত লুটিয়ে পড়েন। বিরাটের পায়ে হাত দিয়ে প্রণামও করেন তিনি। 'কিংগ কোহলি'ও তাঁর অনুরাগীকে হতাশ করেননি। অনুরাগীকে জড়িয়ে ধরে আলিঙ্গন করতে দেখা যায় কোহলিকে। নিজের প্রিয় ক্রিকেটারকে সামনে থেকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে আবার গ্যালারিতেই ফিরে যান সেই সমর্থক।

আরও পড়ুন: পাহাড় থেকে বরফ তুলে নিয়ে ইনস্ট্যান্ট আইসক্রিম, রেসিপি দেখলেই চমকে যাবেন

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

IND vs ENG 3rd ODI: নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনবদ্য সেঞ্চুরি হাঁকিয়ে অনন্য নজির গিলের
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনবদ্য সেঞ্চুরি হাঁকিয়ে অনন্য নজির গিলের
Stock Market Crash : বাজারের 'বিগ বুল'রা বিপাকে ! ১০ ধনকুবের হারালেন প্রায় ৬ হাজার কোটি, দামানি, ঝুনঝুনওয়ালা ছাড়াও রয়েছে এদের নাম 
বাজারের 'বিগ বুল'রা বিপাকে ! ১০ ধনকুবের হারালেন প্রায় ৬ হাজার কোটি, দামানি, ঝুনঝুনওয়ালা ছাড়াও রয়েছে এদের নাম 
Sunita Williams: শেষ মুহূর্তে সিদ্ধান্তবদল, এগিয়ে আনা হল দিনক্ষণ, সুনীতা উইলিয়ামস কবে ফিরবেন, জানাল NASA
শেষ মুহূর্তে সিদ্ধান্তবদল, এগিয়ে আনা হল দিনক্ষণ, সুনীতা উইলিয়ামস কবে ফিরবেন, জানাল NASA
Stock Market Crash : ৬ দিনে ৩০০০ পয়েন্টের বেশি পড়ল বাজার, এখন এই তিন জায়গায় বিনিয়োগ করলে আপনার লাভ
৬ দিনে ৩০০০ পয়েন্টের বেশি পড়ল বাজার, এখন এই তিন জায়গায় বিনিয়োগ করলে আপনার লাভ
Advertisement
ABP Premium

ভিডিও

West Bengal Budget 2025: বাড়ানো হল না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা | ABP Ananda LIVEWest Bengal Budget 2025: নদী ও জলাভূমির মধ্যে সংযোগ স্থাপনে 'নদী বন্ধন' প্রকল্প | ABP Ananda LIVEWB Budget 2025 : আরও চার শতাংশ ডিএ, রাজ্য সরকারি কর্মীদের এবার ১৮% DA | ABP Ananda LIVEChhava: 'ছাবা' নিয়ে একান্ত আড্ডায় ভিকি-রশ্মিকা, কী জানালেন অভিনেতা-অভিনেত্রী? ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs ENG 3rd ODI: নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনবদ্য সেঞ্চুরি হাঁকিয়ে অনন্য নজির গিলের
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনবদ্য সেঞ্চুরি হাঁকিয়ে অনন্য নজির গিলের
Stock Market Crash : বাজারের 'বিগ বুল'রা বিপাকে ! ১০ ধনকুবের হারালেন প্রায় ৬ হাজার কোটি, দামানি, ঝুনঝুনওয়ালা ছাড়াও রয়েছে এদের নাম 
বাজারের 'বিগ বুল'রা বিপাকে ! ১০ ধনকুবের হারালেন প্রায় ৬ হাজার কোটি, দামানি, ঝুনঝুনওয়ালা ছাড়াও রয়েছে এদের নাম 
Sunita Williams: শেষ মুহূর্তে সিদ্ধান্তবদল, এগিয়ে আনা হল দিনক্ষণ, সুনীতা উইলিয়ামস কবে ফিরবেন, জানাল NASA
শেষ মুহূর্তে সিদ্ধান্তবদল, এগিয়ে আনা হল দিনক্ষণ, সুনীতা উইলিয়ামস কবে ফিরবেন, জানাল NASA
Stock Market Crash : ৬ দিনে ৩০০০ পয়েন্টের বেশি পড়ল বাজার, এখন এই তিন জায়গায় বিনিয়োগ করলে আপনার লাভ
৬ দিনে ৩০০০ পয়েন্টের বেশি পড়ল বাজার, এখন এই তিন জায়গায় বিনিয়োগ করলে আপনার লাভ
Naihati Boro Ma: সন্তানলাভের আশায় অনেকেই চান বড় মা'র হোমের কলা, কবে কীভাবে নিবেদন করা যায়? কী নিয়ম?
সন্তানলাভের আশায় অনেকেই চান বড় মা'র হোমের কলা, কবে কীভাবে নিবেদন করা যায়? কী নিয়ম?
IPL 2025: আইপিএল শুরুর আগে বিরাট ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সের, ছিটকে গেলেন তরুণ ক্রিকেটার
আইপিএল শুরুর আগে বিরাট ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সের, ছিটকে গেলেন তরুণ ক্রিকেটার
Humayun Kabir: বিধানসভায় ফোন খোয়া গেল তৃণমূল বিধায়কের, তুমুল হট্টগোল
বিধানসভায় ফোন খোয়া গেল তৃণমূল বিধায়কের, তুমুল হট্টগোল
Death Clock: মৃত্যুর দিনক্ষণ জানিয়ে দেবে, সঙ্গে সম্ভাব্য কারণও, AI Death Clock ঘিরে শোরগোল
মৃত্যুর দিনক্ষণ জানিয়ে দেবে, সঙ্গে সম্ভাব্য কারণও, AI Death Clock ঘিরে শোরগোল
Embed widget