এক্সপ্লোর
এবারের আইপিএল চলবে ৭ এপ্রিল থেকে ২৭ মে, উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল মুম্বইতে

নয়াদিল্লি: আইপিএলের একাদশ মরশুমের খেলা শুরু হবে আগামী ৭ এপ্রিল। চলবে ২৭ মে পর্যন্ত। এই জনপ্রিয় টি ২০ টুর্নামেন্টের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ হবে মুম্বইতে। আইপিএলের গভর্নিং কাউন্সিল এ কথা জানিয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান হবে আগামী ৬ এপ্রিল মুম্বইতে। টেলিভিশন সম্প্রচাকর সংস্থার সুপারিশ মেনে এবার ম্যাচের সময়ের পরিবর্তন করা হয়েছে। সন্ধে আটটার ম্যাচগুলি শুরু হবে এক ঘন্টা আগে অর্থাত্ সন্ধে সাতটায়। বিকেল চারটের ম্যাচ শুরু হবে দেড় ঘন্টা দেরীতে- সাড়ে পাঁচটায়। আইপিএলের চেয়ারম্যান রাজীব শুক্ল জানিয়েছেন, সম্প্রচারক সংস্থার সময় পরিবর্তনের অনুরোধ গভর্নিং কাউন্সিল মেনে নিয়েছে। ৮ টার সময় ম্যাচ শুরু হলে তা শেষ হতে অনেটাই রাত হয়ে যায়। এদিন গভর্নর কাউন্সিলের বৈঠকে হাজির ছিলেন না অন্যতম সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায়। সময়ের এই পরিবর্তনের ফলে যে দিন দুটি ম্যাচ থাকবে সেদিন একটি ম্যাচ শেষ হওয়ায় আগেই পরের ম্যাচ শুরু হয়ে যাবে।কিন্তু সম্প্রচারক সংস্থা জানিয়েছে যে, এতে কোনও সমস্যা নেই। ম্যাচগুলি একইসঙ্গে সম্প্রচারের জন্য তাদের একাধিক চ্যানেলই রয়েছে। বৈঠকে ঠিক হয়েছে, কিংস ইলেভেন পঞ্জাব তাদের হোম ম্যাচগুলির চারটি মোহালিতে এবং তিনটি ইন্দোরে খেলবে। রাজস্থান রয়্যালসের হোম ম্যাচ নিয়ে রাজস্থান হাইকোর্টের আদেশের পর সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী ২৭ ও ২৮ জানুয়ারি বেঙ্গালুরুতে হবে আইপিএলে প্লেয়ারদের নিলাম।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















