Bengaluru Stampede: বাইরে হুড়োহুড়িতে প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যা, তাও স্টেডিয়ামের ভিতর অব্যাহত RCB-র সেলিব্রেশন
RCB Victory Parade Stampede: বর্তমানে পাওয়া খবর অনুযায়ী চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০।

বেঙ্গালুরু: ২০২৫ সালটা যেন অধরা স্বপ্নপূরণের বছর। এ বছরেই ক্রিকেট থেকে ফুটবল, একাধিক দলের দীর্ঘ ট্রফি জয়ের খরা কেটেছে। গতকাল রাতেই নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পঞ্জাব কিংসকে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। দলের জয়ের পর আজ বেঙ্গালুরুতে বিরাট সেলিব্রেশন হওয়াটাই স্বাভাবিক। তবে সেই সেলিব্রেশনেই বদলে গেল মৃত্যুর বিষাদে (RCB Victory Parade Stampede)।
চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে সমর্থকদের হুড়োহুড়ি সামলাতে ব্যর্থ পুলিশ। পরিণতি একের পর এক মৃত্যু। সেই মৃত্যুর সংখ্যাটা আপাতত বেড়ে দশজন হয়েছে। এই মর্মান্তিক পরিণতি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। তবে এই ঘটনা সত্ত্বেও থামল না বিরাট কোহলিদের বিজয়োৎসব। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে অরাজকতার মাঝেও স্টেডিয়ামের অন্দরে মুষলধারে বৃষ্টির মধ্যেই চলছে কোহলিদের সম্বর্ধনা জানানোর পালা।
কর্ণাটক ক্রিকেট সংস্থার তরফে এই বিজয়োল্লাসের আয়োজন করা হয়েছিল। কথা ছিল বিধান সৌধতে রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার সঙ্গে দেখা করার পর ওপেন বাস প্যারেডে কোহলিরা সেখান থেকে চিন্বাস্বামী স্টেডিয়ামে যাবেন। তারপর সূচি অনুযায়ী বিকেল পাঁচটা থেকে চিন্নাস্বামীতে কোহলিদের সম্বর্ধনা দেওয়া হত।
তবে আরসিবির বাস প্যারেড বেঙ্গালুরুর ট্রাফিক পুলিশের তরফেই বাতিল করা হয় এবং তাঁদের তরফেই এই প্যারেড বাতিল হওয়ার কথা জানানোও হয়। আরসিবির চিন্নাস্বামীতে স্টেডিয়ামে আজ বিকেলেই সম্বর্ধনা অনুষ্ঠান রয়েছে। তাই যানজট এড়াতে সকলকেই ট্রাফিক পুলিশের তরফে আরসিবির বাস যাওয়ার রাস্তাটা কার্যত এড়িয়ে চলতে এবং ব্যক্তিগত যানের বদলে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করারই পরামর্শ দেওয়া হয়েছিল। অর্থাৎ যানজট এড়াতেই কোহলিদের খোলা বাস প্যারেড বাতিল করা হয়।
তাতেও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি। কাতারে সমর্থকরা মাঠের বাইরে ভিড় জমান। এই ভিড় সমলাতে না পেরে লাঠিচার্জ করা হয়, তাতেও কাজ হয়নি। দর্শকরা বাস, গাড়ির মাথা থেকে উঁচু গাছে উঠে পড়েন, কেবল প্রিয় দলের তারকাদের এক ঝলক দেখবেন বলে। শেষমেশ প্রাণ দিয়ে এই উন্মাদনার মূল্য চোকালেন একাধিক আরসিবি সমর্থকরা।
এই ঘটনার পরেও স্টেডিয়ামের ভিতরে চলল সেলিব্রেশন। সেই সেলিব্রেশন দেখতে প্রবল বৃষ্টির মধ্যেও মাঠ ভরান গুচ্ছ আরসিবি সমর্থক। এই ঘটনাই কিন্তু আরসিবির প্রতি তাঁদের সমর্থনের প্রমাণ দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু দুর্ভাগ্যবশত দলের এই আনন্দের দিনই পৃথিবীকে বিদায় জানালেন বহু আরসিবি অনুরাগী।




















