IPL 2024: ঘরের মাঠে সামনে লখনউ, মাহি বরণে মাতল চেন্নাই সমর্থকরা
MS Dhoni: শেষ ম্য়াচে অবশ্য সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতে হয়েছিল। এবার সামনে লখনউ সুপারজায়ান্টস। পয়েন্ট টেবিলে চারে রয়েছে রুতুরাজের দল। পাঁচে রয়েছে রাহুলের দল।
![IPL 2024: ঘরের মাঠে সামনে লখনউ, মাহি বরণে মাতল চেন্নাই সমর্থকরা Chennai fans give a warm welcome to MS Dhoni, CSK players ahead of IPL 2024 clash against LSG get to know IPL 2024: ঘরের মাঠে সামনে লখনউ, মাহি বরণে মাতল চেন্নাই সমর্থকরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/21/593f454879ce9ee588a70ec66779e5cd1713698601868206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
চেন্নাই: এখনও পর্যন্ত সাত ম্য়াচ খেলে চারটি ম্য়াচে জয়। পয়েন্ট টেবিলে চার নম্বরে রয়েছে দল। শেষ ম্য়াচে অবশ্য সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতে হয়েছিল। এবার সামনে লখনউ সুপারজায়ান্টস (Lucknow Supergiants)। আর ঘরের মাঠে সেই ম্য়াচ খেলতে তামিলনাড়ু পৌঁছে গেল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) শিবির। সিএসকে তাঁদের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে যে সমর্থকরা বিমানবন্দরে কতটা উন্মাদনা বজায় রেখেছেন। প্রিয় মাহিকে দেখতে সবাই চলে এসেছিলেন বিমানবন্দরে। চিৎকার করে বরণ করে নেওয়া হল বিশ্বজয়ী অধিনায়ককে। বিমানবন্দর থেকে বেরিয়ে প্লেয়াররা ধীরে ধীরে টিম বাসে উঠে পড়েন। সেই সময় দেখা যায় যে হলুদ জার্সি পরে প্রচুর সমর্থক ভিড় বাড়িয়েছেন প্রিয় নায়ককে দেখতে।
View this post on Instagram
এই মুহূর্তে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। তারা সাত ম্য়াচে চার ম্য়াচ জিতেছে। অন্য়দিকে লখনউও সমসংখ্যক ম্য়াচে সমসংখ্যক জয় ছিনিয়ে নিলেও পয়েন্ট টেবিলে পাঁচে রয়েছে তারা। গত শুক্রবার লখনউ তাঁদের ঘরের মাঠে ৮ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল ধোনিদের বিরুদ্ধে । সেই ম্য়াচে ঝোড়াে অর্ধশতরান হাঁকিয়েছিলেন কে এল রাহুল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)