IPL 2022 CSK vs RCB: আজ আইপিএলে দক্ষিণী ডার্বি, কখন, কোথায় দেখবেন চেন্নাই বনাম আরসিবি ম্যাচ?
IPL 2022 CSK vs RCB: অন্যদিকে মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) নেতৃত্ব থেকে অব্যহতি দেওয়ার পর সেই দায়িত্ব সামলাচ্ছেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)।
মুম্বই: আইপিএলের আজ দক্ষিণী ডার্বি। ২২ গজে মুখোমুখি চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। নিজের পুরনো দলের বিরুদ্ধে খেলতে নামবেন ফাফ ডু প্লেসি। তাও আবার অধিনায়ক হিসেবে। আরসিবির অধিনায়ক হিসেবে। অন্যদিকে মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) নেতৃত্ব থেকে অব্যহতি দেওয়ার পর সেই দায়িত্ব সামলাচ্ছেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। যদিও এখনও পর্যন্ত জাডেজার ঝুলিতে কোনও জয় আসেনি। প্রথম চার ম্যাচেই পরপর হারতে হয়েছে। অন্যদিকে আরসিবি অবশ্য প্রথম চার ম্যাচের মধ্যে একমাত্র প্রথম ম্য়াচে হেরেছে। এরপর শেষ ৩ ম্যাচে টানা জয় এসেছে তাঁদের। স্বভাবতই মঙ্গলবারের দ্বৈরথে নামার আগে আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে বিরাটদের। আরসিবি শিবির ছেড়েছেন হর্ষল পটেল। নিজের বোনের মৃত্যুর জন্য তিনি আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন। যদিও শিবিরে পৌঁছেছেন অজি পেসার জস হ্যাজেলউড ও বেহেরনডর্ফ।
অন্যদিকে চেন্নাই অবশ্য দলে বাড়িতে কোনও বদলের পথে হাঁটবে বলে মনে হয় না। কিন্তু এখনও পর্যন্ত চার বারের টুর্নামেন্ট চ্যাম্পিয়নদের চলতি মরসুমের পারফরম্যান্স কিছুটা চিন্তায় রেখেছে টিম ম্যানেজম্যান্টকে। যদিও আরসিবি ম্যাচ থেকেই জয়ের সরণীতে ফিরতে মরিয়া জাডেজারা।
পয়েন্ট টেবিলে কে কোথায়?
৪ ম্যাচ খেলে ৩ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে এই মুহূর্তে তিন নম্বরে রয়েছে ফাফ ডু প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অন্য়দিকে টানা ৪ ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে সবার তলানিতে রয়েছে সিএসকে। মুম্বইও টানা ৪ ম্যাচ হেরেছে। কিন্তু রান রেটে তারা চেন্নাইয়ের থেকে এগিয়ে।
আজকের ম্যাচ
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম চেন্নাই সুপার কিংস
কোথায় খেলা
ডি ওয়াই পাটিল স্পোর্টস অ্য়াকাডেমি, মুম্বই
কখন শুরু
সন্ধে ৭.৩০
কোথায় দেখা যাবে
ম্যাচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস থ্রি, স্টার গোল্ড চ্যানেলে ও ডিজনি প্লাস হটস্টার মোবাইল অ্যাপে