![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
(Source: ECI/ABP News/ABP Majha)
Akash Chopra on PSL: পিএসএলে কেউ ১৬ কোটি টাকা দাম পাবে না, পাক বোর্ডের প্রধানকে কটাক্ষ প্রাক্তন নাইটের
IPL News: কলকাতা নাইট রাইডার্সের হয়ে এক সময় আইপিএল খেলা ক্রিকেটার পাল্টা কটাক্ষের সুরে জানালেন, নিলাম হলেও পিএসএলে কেউ ১৬ কোটি টাকা দর পাবেন না।
![Akash Chopra on PSL: পিএসএলে কেউ ১৬ কোটি টাকা দাম পাবে না, পাক বোর্ডের প্রধানকে কটাক্ষ প্রাক্তন নাইটের Chris Morris' one ball was more expensive than salaries in other leagues: Aakash Chopra schools Ramiz Raja Akash Chopra on PSL: পিএসএলে কেউ ১৬ কোটি টাকা দাম পাবে না, পাক বোর্ডের প্রধানকে কটাক্ষ প্রাক্তন নাইটের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/17/48fc8a6e5efa7d05a2090e460072621c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: দিনকয়েক আগেই আইপিএলকে (IPL) চ্যালেঞ্জ জানানোর সুর শোনা গিয়েছিল রামিজ রাজার মুখে। পাক ক্রিকেট বোর্ডের প্রধান বলেছিলেন যে, পাকিস্তান সুপার লিগ বা পিএসএলেও তাঁরা ক্রিকেটারদের নিলাম শুরু করবেন। তাতেই নাকি আইপিএলের জনপ্রিয়তা পরীক্ষার মুখে পড়বে। এবার সেই দাবিকে উড়িয়ে দিলেন আকাশ চোপড়া। কলকাতা নাইট রাইডার্সের হয়ে এক সময় আইপিএল খেলা ক্রিকেটার পাল্টা কটাক্ষের সুরে জানালেন, নিলাম হলেও পিএসএলে কেউ ১৬ কোটি টাকা দর পাবেন না।
২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) শুরু হওয়ার পর বিশ্ব ক্রিকেটে বড় পরিবর্তন আসে। এই টুর্নামেন্টের পরেই বিশ্ব জুড়ে টি-টোয়েন্টি লিগের দরজা খুলে যায়। এবং বিভিন্ন ক্রিকেট খেলিয়ে দেশ তাদের টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু করে। অস্ট্রেলিয়া (বিগ ব্যাশ লিগ), ইংল্যান্ড (টি-টোয়েন্টি ব্লাস্ট), ওয়েস্ট ইন্ডিজ (ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ), পাকিস্তান (পাকিস্তান সুপার লিগ) এবং বাংলাদেশ (বিপিএল) এর মতো দলগুলো সফল ভাবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট করছে।
তবে আইপিএলের মতো জনপ্রিয়তা হয়তো আর কোনও টি-টোয়েন্টি লিগই পায়নি। ভারতীয় টি-টোয়েন্টি লিগে বিশ্বের সেরা খেলোয়াড়রা একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে বিশ্বের অন্যান্য লিগগুলি কিন্তু আইপিএলকে তার শীর্ষ স্থান থেকে সরানোর চেষ্টা করে চলেছে। এর মধ্যে একটি হল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা (Ramiz Raja) রীতিমতো হুমকি দিয়ে বলেছিলেন, তাঁরাও এবার ক্রিকেটারদের নিলাম শুরু করবেন। আর সেই সঙ্গেই আইপিএলের একচেটিয়া আধিপত্যের অবসান ঘটাবেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান বলেছেন, ‘আমাদের (পিসিবিকে) আরও বেশি সম্পত্তির পরিমাণ বাড়াতে হবে। তহবিলের জন্য আইসিসি এবং পিএসএল থেকে প্রাপ্য টাকা ছাড়া আমাদের আর কিছুই নেই। আমি পিএসএলের পরের সংস্করণ থেকে নিলামের ব্যবস্থা করতে চাই। সেই মডেলই চালু করতে চাই। আমরা এই নিয়ে আলোচনা করতে ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকদের সঙ্গে বসব।’ রামিজ যোগ করেছেন, ‘এটা টাকার খেলা। আমরা যদি পিএসএলকে নিলামের মডেলে নিয়ে যাই, টাকা বাড়াই, তবে আমি এটি আইপিএলের সঙ্গে এক সারিতে রাখতে পারব। এবং তার পরে আমরা দেখব কে পিএসএলের চেয়ে আইপিএল বেশি পছন্দ করে।’
আকাশ চোপড়া যার পাল্টা বলেছেন, 'আপনি একজন খেলোয়াড়কেও দেখাতে পারবেন না যে পিএসএল খেলছে এবং যার মূল্য ১৬ কোটি টাকা। এটা কিছুতেই হতে পারে না। সত্যি বলতে,গত বছর ক্রিস মরিস যখন আইপিএল খেলেছিল, তখন তার একটি বলের মূল্য অন্যান্য লিগের খেলোয়াড়দের পুরো বেতনের চেয়ে বেশি ছিল। পিএসএল, বিবিএল, দ্য হান্ড্রেড বা সিপিএলের সঙ্গে আইপিএলের তুলনা করা কি সম্ভব?'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)