Delhi Capitals: দ্বিতীয় ম্যাচের আগেই শক্তি বাড়ল দিল্লি ক্যাপিটালসের, দলে যোগ দিলেন তারকা ফাস্ট বোলার
IPL 2024: আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে চার উইকেটে হারে দিল্লি ক্যাপিটালস।
নয়াদিল্লি: পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এ মরশুমের আইপিএলের (IPL 2024) প্রথম ম্যাচেই হারতে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals)। ১৭৪ রানের পুঁজি নিয়ে মাঠে নেমে চার বল বাকি থাকতে, চার উইকেটে ম্যাচ জিতে নিয়েছিল পাঞ্জাব। ম্যাচের দিল্লির ফাস্ট বোলিং বিভাগকে বেশ দুর্বলই দেখিয়েছিল। তবে তাঁদের শক্তি বাড়িয়ে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিলেন তারকা ফাস্ট বোলার।
পাঞ্জাবের বিরুদ্ধে মিচেল মার্শ চার ওভারে ৫২, খলিল ৪৩ এবং ইশান্ত শর্মা দুই ওভার হাত ঘুরিয়ে ১৬ রান খরচ করেছিলেন। সুমিত কুমারের ১.২ ওভারে এসেছিল ১৯ রান। অর্থাৎ ফাস্ট বোলাররা তেমন প্রভাব ফেলতে পারেননি। ২৮ মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নিজেদের পরের ম্যাচ খেলতে নামবে দিল্লি। সেই ম্যাচের আগেই দিল্লি সমর্থকদের জন্য সুখবর। দেশে এসে পড়লেন গতির সওদাগর, দক্ষিণ আফ্রিকান তারকা ফাস্ট বোলার অনরিক নখিয়া (Anrich Nortje)। রাজধানীর ফ্র্যাঞ্চাওজির তরফে সোশ্যাল মিডিয়ায় তাঁর আগমনের একটি ভিডিও পোস্ট করা হয়।
ক্যাপিটালসের পোস্ট করা ভিডিও অনুযায়ী সম্ভবত রবিবার, ২৪ মার্চ রাতের বেলাতেই দলের সঙ্গে যোগ দিয়েছেন নখিয়া। তিনি সম্ভবত সরাসরি ক্যাপিটালসের পরের ম্যাচের ভেন্যু জয়পুরে, পন্থদের টিম হোটেলে সরাসরি যোগ দিয়েছেন। যদিও দিল্লির তরফে তাঁর আগমন বাদে সরকারিভাবেই এই বিষয়ে কোনও আপডেট নেই। বৃহস্পতিবার দিল্লি-রাজস্থান ম্যাচ। এখনও বেশ খানিকটা সময় রয়েছে হাতে। তাই দলের সঙ্গে এই দুইদিন অনুশীলন সেরে বৃহস্পতিবার নখিয়াকে মাঠে নামতে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল।
Everything moved a little 𝘕𝘖𝘙𝘛𝘑𝘌 today 😉🤯
— Delhi Capitals (@DelhiCapitals) March 25, 2024
Welcome 🔙, 𝟏𝟓𝟔.𝟐 𝐤𝐩𝐡 🔥#YehHaiNayiDilli pic.twitter.com/me5uirhY30
পরের ম্যাচেও এখনও বেশ খানিকটা সময় বাকি রয়েছে। উপরন্তু, আজ সোমবার রঙের উৎসব দোল। এই সুযোগে টিম হোটেলে চুটিয়ে দোল খেললেন দিল্লি ক্যাপিটালসের তারকারা। অধিনায়ক ঋষভ পন্থ থেকে কোচ রিকি পন্টিং, কে নেই সেখানে। কাল আসার পরেই আজ নখিয়াকেও রঙের উৎসবে সামিল হতে দেখা গিয়েছে।
𝘽𝙪𝙧𝙖 𝙣𝙖 𝙢𝙖𝙣𝙤𝙤𝙤𝙤𝙤𝙤_____? 😍🎨#YehHaiNayiDilli #IPL2024 #Holi pic.twitter.com/RyHcTrLglj
— Delhi Capitals (@DelhiCapitals) March 25, 2024
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: ব্যাটিং সহায়ক পিচে পাঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামতে মুখিয়ে ডু প্লেসি, গ্রিনরা